ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নামের প্রথম অক্ষর দেখে জেনে নিন স্বভাব কেমন?

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০১৯  

অনেকেই বলে নামে কী- বা এসে যায়! কিন্তু বস্তুত নাম-এ অনেক কিছু এসে যায়। নামের সঙ্গে একটি মানুষের গড়নও পরিবর্তন হতে থাকে। বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি এক গবেষণায় এই তথ্য প্রমানিত হয়েছে। লন্ডন ভিত্তিক কিউএস জরিপের একটি তথ্যে এমন প্রমাণ এরই মধ্যে মিলেছে। এমনকী তারা এও জানিয়েছেন নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা আগে থেকে বোঝা যাবে।

যাই হোক, আসল কথায় আসি। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের নিয়ে দেখা যাক কোন ইংরেজি অক্ষর দিয়ে আপনার নাম শুরু হলে আপনার স্বভাবটি মোটামুটি কেমন হতে পারে। তবে মনে রাখবেন একটু ব্যতিক্রম হয়ত কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে।

A- প্রথমত এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন। তবে তারা ব্যবসায় বেশ পারদর্শী। অর্থাৎ ভালো বোঝেন। ক্ষেত্র বিশেষে তাদের ধৈর্য্য কম থাকে। তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ A নামের ব্যক্তির কাছে খুব গুরুত্বপূর্ণ।

B- B নামের ব্যক্তি খুব রোমান্টিক। বিশেষ করে এই নামের মানুষজন রোমান্টিক ডিনার খুব উপভোগ করেন। এছাড়া প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন তারা। তবে প্রিয়জনের প্রতি বেশ আদুরে স্বভাবের হন তারা।

C – C নামের ব্যক্তিরা সম্পর্কের মূল্য দেন বেশি। আন্তরিকতা পছন্দ করেন তারা। কথা ও কাজে খুব সংবেদনশীল হন এই ব্যক্তিরা।

D- D স্বভাবের মানুষ একটু আত্মবিশ্বাসী হয়। তারা যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন। আর স্বভাবগত দিক থেকে তারা একটু কেয়ারিং-ও হয়। উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার পরশ্রীকাতর।

E – এরা অধিক কথা বলতে ভালোবাসেন। তাছাড়া অসততা তাদের বেশ অপছন্দ।

F- F অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তারা বেশ আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হয়। তবে অন্যকে দেখাতেও পছন্দ করেন এই নামের ব্যক্তিরা।

G -G নামীরা ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির হয়ে থাকে। এরা কর্মে খুব পরিশ্রমীও হয়। তাছাড়া লক্ষ্যে পৌঁছতে প্রচণ্ড খাটতে পারেন Gনামের ব্যক্তিরা।

H- H দিয়ে নাম শুরু যাদের, তাদের মধ্যে স্নেহ, মমতা রয়েছে অধিক। মানসিকভাবে খুব দৃঢ় হন তারা। H এর লোকজন হার্ডকোর পারফেকশনিস্ট। এদের সহজে সন্তুষ্ট করা যায় না।

I - এরা বিলাসব্যসন ভালোবাসেন। অন্যের সঙ্গে সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নন তারা। তবে দেখাতে পছন্দ করেন এই লোকজন।

J – J নামের ব্যক্তিরা প্রচণ্ড পরিশ্রমী। কোন নারী বা পুরুষের সঙ্গে লং ডিসটেন্স রিলেশনশিপে অথবা ফ্রেন্ডশিপে এরা খুব স্বচ্ছন্দ্যবোধ করেন। প্রেমে বেশ আস্থা তাদের।

K - K নাম শুরু যাদের, তারা গুটিয়ে যাওয়া ও লাজুক প্রকৃতির হয়ে থাকে। তবে খুব বেশি ছক করে, প্ল্যান করে চলতে ভালোবাসেন এরা। এছাড়া তাদের মধ্যে দয়া-মায়া প্রচুর।

L – এল নামের মানুষ অত্যন্ত রোমান্টিক স্বভাবের হয়। তার কাছে পার্টনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে ইন্টেলেকট্যুয়াল পার্টনারই বেশ পছন্দ তার।

M – M ব্যক্তিরা দ্বিমুখী স্বভাবের হয়। বাস্তবে তারা যেমনটা দেখান, ভেতরে কিন্তু তেমনটা নন তারা। তবে সবাই কিন্তু তেমন নাও হতে পারে। তবে এরা নিজের আবেগ প্রকাশ করতে খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না।

N – এই ব্যক্তিরা আবেগপ্রবণ। দুটি মনের মধ্যে এরা সম্পর্কের গভীরতা বেশি বোঝেন। আর সবকিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন।

O- O দিয়ে যাদের নাম শুরু। তারা স্বভাবের দিক থেকে হাসিখুশি ও মজাদার হলেও কঠিন কাজ করে ইনকাম করতে পছন্দ করেন। তবে অতিরিক্ত পজেসিভনেস সমস্যার কারণও হতে পারে এদের।

P- P নামের শুরু যার, তারা সামাজিকতা ও স্ট্যাটাস সম্পর্কে খুব সচেতন। আর তার সঙ্গিনী সুন্দরী ও ইন্টেলিজেন্ট হতেই হবে।

Q – সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন, অর্থাৎ ভীষণ পরিশ্রমী। অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা এই ব্যক্তিদের প্রথম পছন্দ। সাদা ফুল তারা বেশ পছন্দ করেন।

R – R অক্ষর দিয়ে যাদের শুরু, তাদের কাছে শারীরিক আকর্ষণ খুব একটা জরুরি নয়। তবে তারা নিজেকে সবসময় সেরা প্রমাণ করার জোর প্রচেষ্টা চালাতে ভালোবাসেন।

S- S নামের নারী ও পুরুষরা রোমান্টিক হয় বেশি। তারা একাধিক ভালবাসতে পছন্দ করেন। একইসঙ্গে তারা সংবেদনশীলও। কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন।

T- T নামের ব্যক্তিরা খুব সংবেদনশীল। তবে ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না। টি নামের ব্যক্তিরা নারীর মন জয় করতে ভালোবাসেন। তবে প্রেমে পড়লে নিজের অনুভূতি অন্যকে প্রকাশ করা তার পছন্দ নয়।

U- ইউ ব্যক্তির কাছে প্রেম একটা চ্যালেঞ্জ। তাই প্রেমহীন জীবনের কল্পনাও করতে পারেন না তিনি। আর অন্যকে উপহার দিতে বেশ ভালোবাসেন তারা।

V – ভি নামের ব্যক্তিরা অত্যন্ত স্বাধীনচেতা। তবে সম্পর্কে স্পেস পছন্দ করেন। কখনো কখনো একটু ছটফটে ভাব তাদের মধ্যে কাজ করে।

W- এরা অত্যন্ত অহংকারী। আর প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না তারা। এদের মধ্যে ইগো বড় সমস্যা। এটি থাকতেই হবে। আর প্রেমিক হিসেবে তারা খুব একটা বিশ্বস্ত নন।

X- এক্স নামীরা অল্পেতেই বোর হয়ে যায়। তবে তারা একসঙ্গে দুটো কাজ করতে পারদর্শী।

Y -Y নামের শুরু যাদের, তারা কোনো কিছু মনের মতো না হলে তখনই তা পুনরায় করেন। আর প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া তারা পছন্দ।

Z – অত্যন্ত রোমান্টিক স্বভাবের হয় তারা। বিশাল স্পেস তার। তবে প্রেমিকাকে আগলে রাখাই Z অক্ষরের মানুষের জীবনের মূল লক্ষ্য।