ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ধরা খেলো ভয়ঙ্কর ডাব বিক্রেতা চক্র!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

ডাবটা নিতে খুব অনুনয় করছিল এক বৃদ্ধ। তাই খুবই দয়া হয়েছিল। কিন্তু সেই ডাব খেয়েই আমার সব শেষ। জ্ঞান ফিরেছিল একদিন পর। বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে এমন প্রতারণার শিকার হওয়ার গল্প বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রকি।

রকি জানান, ঘটনাটি ঘটেছিল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায়। প্রায় ৮৫ বছর বয়সী লোকটার কাকুতি-মিনতি দেখে ডাবটি কিনে খান তিনি। আর সেটি খেয়েই বেহুঁশ। প্রায় ২৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে জ্ঞান ফেরে তার। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় এসে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

মহানগর উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, নগরীর বাকলিয়া ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় বাসযাত্রী ও পথচারীদের কাছে কৌশলে নেশাজাতীয় দ্রব্য মেশানো ডাব বিক্রি করছে একটি চক্র। পরে ডাব খেয়ে অসুস্থ ব্যক্তির টাকা-পয়সা ও মোবাইলের মতো দামি জিনিসপত্র হাতিয়ে নিত তারা। 

শনিবার এ চক্রের শিকার হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি হাসান রকি। সর্বশেষ সোমবার দুপুরে নগরীর নতুন ব্রিজ এলাকার ফল ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে একই উপায়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। 
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি ও বাকলিয়া থানা পুলিশ যৌথ অভিযানে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। 

ওই চার সদস্য হলো খুলনা জেলার নৈহাটি ইউনিয়নের বাসিন্দা আব্দুল চমেদ হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম, একই জেলার সোনাডাঙ্গা থানার জয়নাল সর্দারের ছেলে মো. বাবুল, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা রতন মিয়া এবং বরগুনা জেলার মধ্য আমতলীর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে মো. হারুন। 

এর মধ্যে বাবুল ও শহিদুল সমপর্কে শালা-দুলাভাই। রতন মিয়া বাবুলের ফুফা শ্বশুর এবং হারুন শহিদুলের বন্ধু। এ সময় তাদের কাছ থেকে ক্লোনাজিপাম সিরিজের এপিট্রা-২ ও লোনাজেপ-২ নামের ৪২০ পিস চেতনানাশক ঘুমের ওষুধ ও ১৫টি সিরিঞ্জ জব্দ করা হয়। 

উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, বৃদ্ধ রতন মিয়া আর তার সাঙ্গ-পাঙ্গরা ডাবে আগে থেকেই ২০টিরও বেশি ক্লোনাজিপাম নামের ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। সেই ডাব খাওয়ানো হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রকিকে। এতে তার মৃত্যুও হতে পারতো।