ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

জেলা পরিষদের চেয়ারম্যান পদে খায়রুল বাশার তপনের মনোনয়ন সংগ্রহ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

ফেনী জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামীলীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারির কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেল্ পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম ও পরশুরাম উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইয়াছিন শরীফ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে গণভবনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে তপনকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে তাকে মনোনয়ন দিতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কেন্দ্রে সুপারিশ করা হয়। তপন জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি। তার বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে। স্থানীয় সরকার, জেলা পরিষদ, নির্বাচন বিধিমালা-২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী ৩ নভেম্বর উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, আপীল দায়ের ১৮-২০ নভেম্বর, আপীল নিষ্পত্তি ২১-২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৩ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ আইন ২০০০ এর ১৩(২) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবিরকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।