ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

গরু, মহিষ ও ছাগল চুরির কুখ্যাত চক্র সুধারাম আটক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

হাতিয়ার চরাঞ্চলে শ’ শ’ গরু, মহিষ ও ছাগল চুরির অভিযোগে সুধারামে ৫ চোরকে সিএনজিসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বিকেলে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সিএনজি ড্রাইভার ইকবাল হোসেন উজ্জল (২৭), মমিন হোসেন মানিকের পুত্র জাহিদুল ইসলাম জিহাদ (২১), মো. দুলালের পুত্র মো. মিলন (১৯), মৃত সোলেমানের পুত্র শহিদুল ইসলাম সজিব (১৯), মৃত আবুল হোসেনের পুত্র মো. হাবিবুর রহমান হাবিব (১৯) কে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সুধারামের ৮নং ইউপির চরকরমূল্যা গ্রামের মো. মমিন উল্যাহ (৪১) সুধারাম মডেল থানায় মামলা করলে অফিসার ইনচার্জ মো. নবির হোসেন এর নেতৃত্বে আসামীদের মেজর মান্নান স্কুল এন্ড কলেজের উত্তর পাশে পাকা রাস্তার  উপর সিএনজি সহ আটক করে।  ক্ষতিগ্রস্ত ব্যক্তি পুলিশকে জানায়, ৪/৫ মাস থেকে এ এলাকায় ১৫-২০টি ছাগল চুরির ঘটনা ঘটে। ওই আসামিরা সিএনজি যোগে ১৫ হাজার টাকা দামের ছাগলটি চুরি করে নিয়ে যাওয়ার পর খোঁজ খবর নেয়ার পর থানায় মামলা করলে ওসি সুধারাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অপরদিকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে বেড়েছে মহিষ, গরু ও ছাগল চুরি। গত এক মাসে প্রায় অর্ধশতাধিক মহিষসহ বিভিন্ন গবাদি পশু চুরি হয়েছে। ফলে হাতিয়ার চার পাশে অবস্থানরত মহিষ বাতানদের মধ্যে দেখা দিয়েছে চরম আতংক। সম্প্রতি নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের জাবের হোসেন তার ২৫টি মহিষ চুরি হয়েছে মর্মে থানায় সাধারন ডায়েরি করলেও পুলিশ কোন খোঁজ দিতে পারে নি।

মহিষ মালিক হুমায়ুন কবির জানান, হাতিয়ার মূল ভূ’খণ্ডে মহিষের জন্য কোন চারণ ভূমি না থাকায় সবাই বিভিন্ন চরে মহিষ পালন করে। বিশেষ করে বদনার চর, গাসিয়ার চর, জাগলার চর, মৌলভির চর ও গাংগুরিয়ার চরে হাতিয়ার প্রায় ১০ সহস্রাধিক মহিষ পালন করছে বাতানরা। সম্প্রতি একটি গ্রুপ এসব চর থেকে গভীর রাতে মাছধরা ট্রলার দিয়ে মহিষ চুরি করে নিয়ে যায়। এসব চরে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা না থাকায় অনেকটা অরক্ষিত থাকে মহিষ ও বাতানরা। জাগলার চরের বাতান ভুট্টু (৪৫) জানান, প্রতিরাতে চোরের দল চরে হানা দেয়। বাতানরা নিজেরা পাহারা দিলে ও গভীর রাতে সুযোগ নিয়ে মহিষ নিয়ে যায়। মহিষের মালিক জাবের জানান, গাংগুরিয়ার চর থেকে সম্প্রতি তার ছোট বড় ২৫টি মহিষ চুরি হয়ে যায়। বিভিন্ন চরে খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৩০শে  নভেম্বর হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু কোথাও এখন পর্যন্ত মহিষের কোন খোঁজ দিতে পারেনি। একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, মহিষগুলো নোয়াখালীর সুধারামে সোনাপুর কসাইদের কাছে অল্প দামে বিক্রি করলে তারা গরুর গোস্তের সাথে মহিষের গোস্ত মিশিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ভোক্তাদের কাছ থেকে। এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, মহিষ চুরির বিষয়ে আমরা জেনেছি। আমারা বিভিন্ন দিকে খোঁজখবর নিচ্ছি।