ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

একটানা কয়েক মাস ঘুমাতে পারে যে গ্রামের মানুষ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ মে ২০১৯  

একজন সুস্থ মানুষের দৈনন্দিন সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন। তবে সেই ঘুম যদি হয় কয়েকদিনের বা এর স্থায়ীত্ব হয় কয়েক মাসের! কখনো কি ভেবে দেখেছেন এ বিষয়ে? না ভাবলেও বোধ হয় ভাবার সময় এসেছে। কারণ বিশ্বে এমন একটি এলাকা রয়েছে যেখানকার মানুষেরা ঘুমরোগে আক্রান্ত। এরা ঘুমিয়ে পড়লে একটানা কয়েক মাস ঘুমিয়ে থাকে। এমনকি ঘুমের জন্য তাদের কষ্ট করে বিছানাতেও যেতে হয় না। যেখানে সেখানে যেকোনো অবস্থায় হঠাৎ করেই তারা ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনতে অতি অদ্ভুত হলেও এটাই কিন্তু সত্যি। হঠাৎ কর্মরত অবস্থার থেকে কেউ কীভাবে দীর্ঘ সময়ের জন্য ঘুমাতে পারে! সেটা ভেবেও কোনো উত্তর পায়নি বিজ্ঞানীরা। 

সবথেকে বেশী রহস্যময় এবং হয়রানির বিষয় হলো, যারা এভাবে ঘুমিয়ে পড়েন তারা সাধারণত কয়েক ঘন্টা থেকে শুরু করে মাঝে মাঝে কয়েক মাস একটানা ঘুমিয়ে থাকেন। কাজাকিস্তানের একটি গ্রাম যে জায়গাটি প্রায় বিগত চার বছর ধরে এই রহস্যময় ঘুম রোগে আক্রান্ত। এই রোগটির জন্যই এই জায়গাটিকে স্লিপি হলো বলা হয়ে থাকে। সর্বপ্রথম এই রোগটির উপদ্রব শুরু হয় ২০১০ সালের এপ্রিল মাসে। এই গ্রামটির জনসংখ্যা প্রায় ৬০০ জন যার মধ্যে প্রায় ১৪ শতাংশ লোকই ঘুম রোগে আক্রান্ত হয়েছেন। শুধু জানা গেছে, যে সকল লোক এই ঘুম রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাদের মাথায় অর্থাৎ ব্রেনের তরল পদার্থের পরিমাণ আকস্মিকভাবে বেড়ে যায়। কিন্তু একজন সাধারণ মানুষের মাথায় এই তরল পদার্থ হঠাৎ করে কেনইবা বেড়ে যায় সেই প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

 

গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন এক চালক

গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন এক চালক

কাজাকিস্তানের এই গ্রামটির পাশেই একটি ইউরেনিয়াম খনি রয়েছে যেখান থেকে ক্ষতিকারক রেডিয়েশন হতেই থাকে। কিন্তু এই রেডিয়েশনের মাত্রা এই গ্রামে অতিরিক্ত বলে সেরকমভাবে কিছু পাওয়া যায়নি। ডাক্তারেরা বলেন, ইউরেনিয়ামের রেডিয়েশন কোনোভাবেই এই রোগের জন্য দায়ী নয়। দবে কোন কারণে সেই গ্রামে ঘুমরোগে পিড়িত লোকের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে তার কোনো সদূত্তর নেই!

প্রথমবার যে ব্যক্তি এই ঘুম রোগে আক্রান্ত হয়, সেই প্রথম ব্যক্তিটি এই পর্যন্ত প্রায় সাত বার এই রোগে আক্রান্ত হয়ে এই অদ্ভূত রোগের শিকার হয়েছে এবং শুধুমাত্র তাই নয় লোকটি প্রায় কয়েক মাস পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকে। এই অদ্ভূত ঘটনাটি বেশ কিছু স্কুলের বাচ্চার সঙ্গেও ঘটে থাকে যারা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পরে যায় এবং প্রায় কয়েক মাস ধরে একটানা ঘুমিয়ে থাকে। শোবার সময় শরীরের সকল কার্যক্রম ঠিকঠাকভাবেই চলে এবং কোনো রকম কোনো বিকৃতি দেখা যায়না।

 

ডাক্তারের নজরবন্দী দুই ঘুমন্ত শিশু

ডাক্তারের নজরবন্দী দুই ঘুমন্ত শিশু

অদ্ভূত ঘুম রোগের কার্যকারণ যেমন খুঁজে পাওয়া যায়নি তেমনই বিজ্ঞান এই প্রশ্নের কাছে হার মেনেছে যে ঘুমন্ত অবস্থায় কেনইবা মানুষগুলোর মাথার জলীয় পদার্থের পরিমাণ বেড়ে যায় এবং হঠাৎ করে তারা কেনইবা যেকোনো অবস্থায় ঘুমিয়ে পড়ে। পৃথিবীতে বহু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে এবং প্রতিনিয়ত সেগুলো নতুন নতুন প্রশ্নের সামনে বিশ্ববাসীকে দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক, এই স্লিপি হলো এলাকার ঘুমরোগীদের ঘুম সেই ধরনেরই একটি প্রশ্ন যা মানব সভ্যতার বিজ্ঞানকে একটি নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।