ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

উন্নয়ন অব্যাহত রাখতে এবারও এলাকাবাসী আমাকে জয়ী করেছে:মোরশেদ আলম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯  

৪০ বছর পর দশম সংসদ নির্বাচনে জয়লাভ করে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনটি আওয়ামী লীগকে উপহার দিয়েছিলাম। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসী আমাকে জয়ী করেছে। বললেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বেঙ্গল গ্রুপ এবং আরটিভি’র চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম।

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শনিবার সকালে কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তখন জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোরশেদ আলম বলেন, বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।  খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ, কৃষি, পররাষ্ট্রনীতি, যোগাযোগ, শিল্প কারখানাসহ সব ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।

মোরশেদ আলম আরও বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ আসনে অস্ত্রবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী ও মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হয়েছে। সেনবাগের জনগণের সুখে-দুঃখে সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় নোয়াখালীর সেনবাগে কোনো উন্নয়ন হয়নি কিন্তু আমরা করে দেখিয়েছি এবং সেনবাগকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।  এলাকার সব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমান, উপ-মহাব্যবস্থাপক  মাসুদুল আমিন, উপ প্রধান বার্তা সম্পাদক মামুনুর রহমান খান, আরটিভির মার্কেটিং বিভাগের এজিএম মোজাম্মেল হোসেন, অনুষ্ঠান বিভাগের এজিএম সৈয়দ সাবাব আলী আরজু, আরটিভি অনলাইনের ডেপুটি সিএনই আবদুল হাকিম চৌধুরী, আরটিভি ডিজিটাল ও সোস্যাল মিডিয়ার মো. আবু নাসিম, আরটিভির চিফ রিপোর্টার শামিমা আক্তারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মোরশেদ আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।