ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোষণা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ মে ২০১৯  

আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দলে জায়গা হয়নি মাউরো ইকার্দির। এর আগে বিশ্বকাপ দলেও তাকে রাখেননি সাবেক কোচ হোর্হে সাম্পাওলি। তবে কাঙ্ক্ষিতভাবেই ফিরেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্জিও আগুয়েরো।
ইকার্দির জায়গায় নেয়া হয়েছে রিভারপ্লেটের ৩১ বছর বয়সী স্ট্রাইকার মাতিয়াস সুয়ারেজকে দলে রেখেছেন স্কালোনি। ঘরোয়া লিগ থেকে মোট ৬ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। মেক্সিকোর ক্লাব আমেরিকা থেকেও ডাক পেয়েছেন দুজন।

রাশিয়া বিশ্বকাপের পর লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে ইনজুরির কারণে খেলেননি তিনি।

আবার জাতীয় দলে ফিরলেন কোপা আমেরিকা দিয়ে। মেসি ও আগুয়েরার সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন আনহেল দি মারিয়া ও পাউলো দিবালা।

স্কালোনি আর্জেন্টিনার ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক সের্জিও রোমেরোকে। তবে দুর্দান্ত ছন্দে থাকা আগুয়েরোকে ডেকেছেন। ম্যানচেস্টার সিটির টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা রেখেছেন এ ফরোয়ার্ড। ৩৩ ম্যাচে করেছেন ২১ গোল। পাশাপাশি ৮টি গোলে সহায়তাও করেছেন।

এবারের কোপা আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে। ফাইনাল দিয়ে শেষ হবে ৭ জুলাই। বরাবরের মতো ১০টি ল্যাটিন আমেরিকার দলের সঙ্গে অতিথি হিসেবে থাকছে কাতার ও জাপান। আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘বি’তে। সেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আর্জেন্টিনার কোপা মিশন।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: ফ্র্যাঙ্কো আরমানি, অ্যাস্তেবান আন্দ্রাদা, অগাস্তিন মারচেসিন।

ডিফেন্ডার: রেঞ্জো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজেলা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, রামিরো ফুনেস মোরি, হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, রবার্তো পেরেইরা, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া,

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো, পাউলো দিবালা, লাউতারো মারতিনেজ, মারতিয়াস সুয়ারেজ।