ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আধুনিক পৌরসভার রূপ নিতে চলেছে চাটখিল

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

নোয়াখালীর চাটখিল পৌরসভার পথচলা শুরু ১৯৯৫ সালের ১ জানুয়ারি। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির আয়তন ১৪.৫ বর্গকিলোমিটার। এখানে প্রায় ৬০ হাজার লোকের বাস।মোট ভোটার ২১ হাজার ১০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ১০ হাজার ৪৪৩ জন। ২০০৬ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। বর্তমান মেয়রের দায়িত্ব পালন করছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যা পাটোয়ারী। ২০১৫ সালের ডিসেম্বরে নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। মনোনয়ন জমা দিয়েও প্রত্যাহারের শেষদিন বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মেয়রের দায়িত্ব নিয়ে গত সাড়ে তিন বছরে মোহাম্মদ উল্যা পাটোয়ারী উন্নয়নমূলক অনেক কাজ করেছেন। বিভিন্ন রাস্তা পাকা করেছেন তিনি। পৌর কিচেন মার্কেট নির্মাণ করেছেন।পৌরবাসীর দীর্ঘদিনের দাবি পৌর কবরস্থান তৈরি করছেন। 
চাটখিল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত।

মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী বলেন, তিন কোটি টাকা দেনা নিয়ে মেয়রের দায়িত্ব নেই। ওই দেনা পরিশোধের পাশাপাশি পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছি।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমের সহযোগিতায় সরকারের কাছ থেকে ১৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাই। বরাদ্দের ১১ কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। এ ছাড়া কুয়েত ফান্ড থেকে ১৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই টাকার উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

মেয়র বলেন, পৌরবাসীর সুবিধার জন্য ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে পৌর কিচেন মার্কেট নির্মাণ করা হয়েছে। যা গত ১৫ দিন আগে চালু করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার বিশিষ্ট দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান ভূঁইয়ার দান করা ৩০ শতাংশ ভূমিতে পৌর কবরস্থান নির্মাণ করেছি।ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌর এলাকার বাইরে ১২০ শতাংশ ভূমি ক্রয় করেছি। ওই জমিতে ফেলা ময়লা-আবর্জনা থেকে জৈব সার উৎপাদান করা হবে; যা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতির প্রায় ৮০ ভাগ কাজ বাস্তবায়ন করেছেন। বাকি ২০ ভাগ কাজ মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ করতে পারব বলে আশা করছি।জলাবদ্ধতার বিষয়ে মেয়র মোহাম্মদ উল্যা বলেন, এ সমস্যার সমাধান করতে পারিনি। পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আশা করছি, শিগগির প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

পৌর বাস টার্মিনাল নির্মাণ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, উপযুক্ত জায়গা না পাওয়ায় বাস টার্মিনাল নির্মাণ করা যাচ্ছে না। তবে পৌর এলাকায় ৪টি সিএনজি স্টেশন ও ৫টি রিকশা স্ট্যান্ড রয়েছে।মেয়র বলেন, পৌর শিশু পার্ক ও খোলার মাঠ তৈরির ব্যাপারে চেষ্টা চলছে। জায়গা পাওয়া গেলেই এ কাজ শুরু করব।

তিনি বলেন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থার সুবিধা পেতে যাচ্ছে পৌরবাসী। ইতিমধ্যে পৌর এলাকায় ২১.০৫ কিমি. ড্রেন নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি সরবরাহের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পৌরবাসী সুপেয় পানিও পাবে।

শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করছি। আর পৌরবাসীর স্বাস্থ্য নিশ্চিতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ডেঙ্গু প্রতিরোধে পৌর শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, অলি-গলিসহ সব স্থানে মশার ওষুধ প্রয়োগ করে যাচ্ছি।

সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক বিক্রি, যৌন হয়রানির বিষয়ে মেয়র বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হচ্ছে না। কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
উন্নয়ন কাজে ঘুষ-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, বর্তমানে পৌরসভায় কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী নেই। পৌর কার্যালয়কে অনেকাংশেই দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছি।

মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী বলেন, জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে চাটখিল পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।