ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ কাউকে ফেলে দেয় না, বুকে জড়িয়ে ধরে: ফারুক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

চলচ্চিত্রের মিঞা ভাই খ্যাত নায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, আওয়ামী লীগ কাউকে ফেলে দেয় না, বুকে জড়িয়ে ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কতটুকু ভালোবাসেন সেটা ধারণাও করতে পারবেন না। তিনি চলচ্চিত্রের জন্য কিছু একটা করতে চান। আমরাই কিছু চাইতে পারি না।
বুধবার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, আমরা মানুষের কথা ভাবি, এ দেশের কথা ভাবি, এই ইন্ডাস্ট্রির কথা ভাবি। যখন চলচ্চিত্র বানানো হয়, তখনো দেশের মানুষের কথা রাখার চেষ্টা করি। কিন্তু ইদানিং সেই চেষ্টা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, আজকে আবারো বলতে চাই ইলিয়াস কাঞ্চন একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়েছে। সেই জন্য কাঞ্চনের টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবারের নির্বাচনের পরিবেশ দেখে অনেক ভালো লেগেছে। এবার শিল্পী সমিতির নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল চিত্র নায়িকা মৌসুমী। সে একাই শেষ পর্যন্ত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর জন্য মৌসুমীকেও ধন্যবাদ জানাই।

ঢাকা ১৭ আসনের এই এমপি বলেন, এই বিএফডিসি বঙ্গবন্ধুর সৃষ্টি। সেখানে আমরা অনেক কাজ করেছি, জনপ্রিয়তাও পেয়েছি। এ প্রজন্মের অনেকেই সেই ইতিহাস জানে না। এটা জানা দরকার। এখানে অনেক ইতিহাসের সৃষ্টি হয়েছে। এখানে কে শিল্পী, কে প্রযোজক, কে সিনেমা হলের মালিক- সেটা দেখা হবে না। আমরা সবাই এক পরিবারের। সবাইকে একসঙ্গে সিনেমার উন্নয়নে কাজ করতে হবে। তাহলেই সিনেমার সেই সোনালী দিন ফিরে আসবে।

ফারুক বলেন, জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আগে চলচ্চিত্রের হাল ধরো। প্রধানমন্ত্রী চান সিনেমার সুদিন ফিরে আসুক। ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হোক। কিন্তু আমার অবাক লাগে যেখানেই যাই চলচ্চিত্রের মানুষ দেখি না।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী নিয়ে ফারুক বলেন, আমাকে কিছু শর্টফিল্মের কাজ দেয়া হয়েছে। এখানেও আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা ঘুমিয়ে থাকে। তারা পত্রিকা পড়ে না। সরকারের কোথায় কোথায় কী কাজ আছে তারও খোঁজ রাখেন না। আমি বলি ওইখানে যান, আপনারা স্ক্রিপ্ট দেন। আপনারা গল্প নিয়ে ভাবেন। সিনেমা বানানোর কথা ভাবেন।

নতুন কমিটির প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, শিল্পীরা পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসবেন, একসঙ্গে চলবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলেই দাবিগুলোর জন্য জোর দিতে পারবো।

শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিতরাও ছাড়া উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ইলিয়ান কাঞ্চন, নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল, সোহানুর রহমান সোহান প্রমুখ।