ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাকিবসহ চার বাংলাদেশি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১  

বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের দামামা। বৃহস্পতিবার আসন্ন আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেখানে আছে চার বাংলাদেশির নাম।

সাকিব আল হাসান আইপিএলের নিলামে থাকছেন এটা সবার জানাই ছিল। তালিকায় বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব। বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে। এছাড়া ৫০ লাখের ক্যাটাগরিতে পেস বোলিং অলরাউন্ডার সাইফ।

আইপিএলের এবারের নিলামের জন্য প্রাথমিকভাবে মোট ১ হাজার ১১৪ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নিয়ে নিলামের চূড়ান্ত তালিকা করা হয়। এই তালিকায় জায়গা পেয়েছেন ২৯২ জন ক্রিকেটার।

এদের মধ্যে ভারতের ক্রিকেটার আছেন ১৬৪ জন, বিদেশি ক্রিকেটার ১২৮ জন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান, নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে ও সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার পালানিয়াপান কার্তিক মাইয়াপান।

বাংলাদেশের সৌম্য সরকার নিলামে নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি। অবশ্য চূড়ান্ত তালিকায় নাম থাকা মানেই যে নিলামে নাম উঠবে, ব্যাপারটা এমন নয়। লটারিতে কারো নাম ওঠার আগেই যদি দলগুলোর কোটা ফুরিয়ে যায়, তখন আর নাম তোলা হবে না।

দলগুলির খেলোয়াড় তালিকার চিত্র অনুযায়ী বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। অর্থাৎ ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই দল পাবেন না।

এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস কেবল ১ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া ৪ জন করে নেয়ার কোটা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের।

ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন। সর্বোচ্চ ১৩ জন নিতে পারবে ব্যাঙ্গালুরু, সর্বনিম্ন ৩ জন হায়দরাবাদ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় চেন্নাইয়ে এবারের আইপিএলের নিলাম শুরু হবে।