ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

অ্যান্টি করোনা স্প্রে মেশিন স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ মে ২০২০  

মহামারি করোনা ভাইরাস থেকে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সুরক্ষিত রাখতে অটোম্যাটিক জীবানুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। শহরের বিসিক শিল্প নগরী এলাকায় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুুল খায়ের ম্যাচ ফ্যাক্টরীতে রবিবার থেকে চালু করা হয় অত্যাধুনিক এ মেশিনটি।

 

সরেজমিনে দেখা গেছে, কারখানার ভিতরে প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে জীবানুনাশক স্প্রে মেশিন। প্রতিদিন তিন শিফটে শ্রমিকরা প্রবেশ ও বাহিন হওয়ার সময় মেশিনের ভিতর দিয়ে চলাচল করেন। এটি তদারকির জন্য সুপারভাইজার জাকির হোসেন, বাদশা মিয়া, আবুল কাশেম লাল মিয়া ও মহিন আলীকে দায়িত্ব দেয়া হয়। সংক্রামণ এড়াতে ফটকের বাইরেই পরীক্ষা করা হয়।শ্রমিকদের শারিরীক তাপমাত্রা।ডা. সুজন মজুমদার ও আনোয়ার হোসেন সারিবদ্ধভাবে এ দায়িত্ব পালন করছেন।

 

কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের সুরক্ষায় আবুল খায়ের গ্রুপ অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার মেশিন স্থাপন করেছে। করোনা থেকে রক্ষা পেতে শরীরকে জীবাণুনাশক সাবান বা স্প্রে দিয়ে পরিষ্কারের বিকল্প নেই। জরুরি প্রয়োজনে মানুষকে বাসা থেকে বের হতে হয়। সারা শরীর বিশেষ করে শরীরের যেসব অঙ্গ মানুষের সংস্পর্শে আসে সেসব অংশ পরিষ্কার করা উচিত।

 

একাধিক শ্রমিক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পেটের দায়ে চাকরি করছেন। এজন্য কারখানায় যাওয়া-আসায় সতর্কভাবে চলতে হয়। কারখানায় জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপনের ফলে শ্রমিকদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে।

 

আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরির শাখা ব্যবস্থাপক (প্রশাসন) মো. আজাদ হোসেন  জানান, করোনাভাইরাস প্রতিরোধে আবুল খায়ের গ্রুপ বিশেষ কার্যক্রম শুরু করে। সামাজিক দূরত্ব এবং স্বয়ংক্রীয় জীবাণুনাশক স্প্রে মেশিন দিয়ে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেই কারখানা পরিচালনা করা হচ্ছে।

 

এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ফেনী এর এজিএম অরবিন্দ দাস জানান, চাঁড়িপুরে ৪৫টি কারখানার মধ্যে করোনা পরিস্থিতিতে ১৫টি উৎপাদনরত রয়েছে। নিজকুঞ্জরায় ২৭টি কারখানার মধ্যে সবকটি বন্ধ রয়েছে। তবে চলমান কোন প্রতিষ্ঠানে এখনো স্প্রে মেশিন স্থাপন হয়নি বলে তিনি জানান।