ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘আব্বু নামে বাবার নম্বরটি সেভ আছে, খবরটি তাকে জানিয়ে দিন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪  

 গত ২০ জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন মারা যান কসমেটিকস দোকানের কর্মচারী মো. ইউনুছ আলী শাওন (১৭)। পরে আন্দোলকারীদের একজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আহত শাওন তার পকেটে থাকা ব্যাটন মোবাইলটি দেখিয়ে বলেন, ‘আব্বু নামে আমার বাবার মোবাইল নম্বরটি সেভ করা আছে।

আমার খবরটি তাকে বাবাকে জানিয়ে দিন’।

পরে শাওনের কথামতো তার বাবাকে ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবরটি জানানো হয়।  

ছেলের মোবাইল থেকে কল পেয়ে কিছুটা স্বস্তি নিয়ে রিসিভ করেন শাওনের বাবা আবুল বাশার। কিন্তু ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবরে যেন আকাশ ভেঙ্গে পড়ে তার মাথায়। চিৎকার দিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। পরে সবাই ছুটে এসে ওই মোবাইল নম্বরে ফোন করে জানতে পারেন শাওন আর নেই।

কিশোর শাওনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী গ্রামের আবুল বাশারের ছেলে।  

পরিবারের সদস্যরা জানায়, শাওন ঢাকার শনির আখড়া এলাকার একটি কসমেটিকস দোকানের কর্মচারী ছিলেন। পরিবারের হাল ধরতে ঘর ছেড়ে রাজধানীতে পাড়ি জমান শাওন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন দুপুরে শাওন দোকান বন্ধ করে খাবার খেতে বাসায় যাচ্ছিলেন। দোকানের বাইরে আসার পরপরই দুটি গুলি এসে শাওনের বুকে ও পেটে বিদ্ধ হয়। বুকের গুলিটি শরীর বেদ করে বেরিয়ে যায়। শাওন লুটিয়ে পড়ে মাটিতে। এক সময় গুলিবর্ষণ বন্ধ হলে উপস্থিত লোকজন এসে শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

২০ জুলাই শাওনের মৃত্যু হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওনের ময়নাতদন্ত শেষে পরদিন ২১ জুলাই মরদেহ বুঝে পায় পরিবারের লোকজন। পরে ২২ জুলাই রোববার সকালে জানাজা শেষে পারিবারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, শাওনের বাবা আবুল বশার একজন হতদরিদ্র কৃষক। তার দ্বিতীয় স্ত্রী কুলছুমের ঘরে জন্ম শাওনের। আবুল বাশারের প্রথম স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। প্রথম ঘরের বড় ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তিনি। স্বল্প বেতন হওয়ায় পরিবার চালাতেই কষ্ট হয় তার। আরেক ছেলে মানসিক রোগী। তার ওষুধ কিনতেই লাগে অনেক অর্থ। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।  

আবুল বাশারের ঘরটা ছাড়া সহায়-সম্বল বলতে তেমন আর কিছু নেই। গ্রামের রাস্তার দুইপাশে সবজি চাষ করে ও অন্যের একখণ্ড জমি বর্গা চাষাবাদ করেন তিনি। শাওনের পাঠানো অর্থ দিয়েই চলত তাদের সংসার।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগেও শাওনদের বসতঘরও ছিল না। গ্রামের লোকজনের সহযোগিতায় একটি টিনশেড ঘর তৈরি করা হয়। অভাব-অনটন যেন এ পরিবারটির নিত্য সঙ্গী।

তারা আরও জানায়, অভাবের কারণে শাওনের লেখাপড়া করা হয়নি। গ্রামের একটি মাদরাসা থেকে পঞ্চম শ্রেণি পাশ করার পর ফুফাতো বোনের জামাইয়ের সঙ্গে চলে যান ঢাকায়। রাজধানীর শনির আখড়া এলাকায় কসমেটিক্স দোকানে সেলসম্যানের চাকরি নেয় শাওন। থাকা এবং খাওয়া ওই আত্মীয়ের বাসায়। মাসিক বেতন ছিল পাঁচ হাজার। বেতনের টাকাই ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন।

কিশোর ছেলে রোজগার করে সংসারের হাল ধরেছেন, সেই ছেলেকে হারিয়ে বাবা আবুল বাশার এখন শোকাহত। কিশোর ছেলেটি একদিন বড় হবে, সংসারের দুঃখ গোছাবে, সে আশায় ছিল আবুল বাশার।

ছেলের কবরের পাশে গিয়ে আবুল বাশার বিলাপ করে বলেন, ‘ওরে আমার বুকের মানিককে কেড়ে নিলোরে? আমি কি করে বাঁচুমরে? আমার ছেলের কি অপরাধ ছিলোরে? তোরা আমার মানিকরে ফিরিয়ে দেরে, আমার স্বপ্ন শেষ হয়ে গেছেরে’।

একমাত্র ছেলে শাওন নিহত হওয়ার পর থেকেই নির্বাক হয়ে গেছেন কুলছুম বেগম। কারও সঙ্গেই তেমন কথা বার্তা বলছেন না। নিয়মিত খাবারও গ্রহণ করেন না তিনি। কান্না করছেন আর নামাজের বিছানায় বসে ছেলের জন্য দোয়া করছেন।

গ্রামের লোকজন জানান, শাওন শান্ত স্বভাবের ছেলে। তার বাবা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। নিজেদের কর্ম নিয়েই তারা ব্যস্ত থাকতেন। শাওনের অকাল মৃত্যুতে পুরো গ্রামের শোক নেমে এসেছে।