ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

লক্ষ্মীপুর সদর ইউএনওকে বয়কটের সিদ্ধান্ত জনপ্রতিনিধিদের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪  

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের বিরুদ্ধে পদে পদে হয়রানির অভিযোগে তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রতিনিধিরা। কারণে-অকারণে জনপ্রতিনিধিদের সঙ্গে বেপরোয়া আচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এসব বিষয়ে গত ২৮ জুলাই রাতে জেলার চক বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে সভা করেছেন জনপ্রতিনিধিরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর আহ্বানে দুই ভাইস চেয়ারম্যান ও ১৭ জন ইউপি চেয়ারম্যান মিলিত হন। এ সময় তারা ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দ্বিগুণ কমিশন আদায়ের অভিযোগ তোলেন। এ সভাতে সর্বসম্মতিক্রমে গত সোমবার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ অবস্থায় গত ২৯ জুলাই সকালে পূর্ব নির্ধারিত সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা হওয়ার কথা থাকলেও অংশ নেয়নি জনপ্রতিনিধিরা।

অন্যদিকে ইউএনও আরিফুর রহমান সাংবাদিকদের জানান, তিনি যোগদানের পর থেকে মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্পের কাজগুলো নিয়ম অনুযায়ী বুঝে নেওয়ার জন্য কাজ করছেন। এজন্য ক্ষতিগ্রস্ত কেউ-কেউ ষড়যন্ত্রও করতে পারেন। তার বিরুদ্ধে কমিশন দাবি ও খারাপ আচরণের অভিযোগ বায়বীয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু ২৮ জুলাই রাতে ২১ জন ইউপি চেয়ারম্যানকেই দাওয়াত করেছেন। এর মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। সেখানে ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটওয়ারী ও ফরিদা ইয়াসমিন লিকাও ছিলেন। একে একে চেয়ারম্যানরা উপজেলা পরিষদ ও ইউএনওর বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে শতকরা ১০-৩০ ভাগ কমিশন আদায়ের পাশাপাশি জনপ্রতিনিধি ও সেবা প্রার্থীদের সঙ্গে অশোভনীয় আচরণ করার অভিযোগ তোলা হয়। পদে-পদে হয়রানির কথা ওঠে আসে।

সভায় উপস্থিত থাকা সদরের পাঁচজন ইউপি চেয়ারম্যান জানান, সদর উপজেলায় ২১টি ইউনিয়ন। অসুস্থতা ও জরুরি কাজে এলাকায় না থাকায় চারজন চেয়ারম্যান সভায় উপস্থিত হতে পারেননি। তবে তারা ইউএনওর বিভিন্ন অভিযোগের আলোকে গৃহীত সিদ্ধান্তে একমত আছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, অনেকদিন পর আমরা এক হয়েছি। শুধু উপজেলা পরিষদের ভেতরের মসজিদে নামাজ পড়তে টাকা লাগে না। না হয় সব অফিসেই সেবা নিতে টাকা লাগে।

উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ পাটওয়ারী বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আমাদের একটি সভা হয়। তখন ইউএনওর বিরুদ্ধে সবাই নানা অভিযোগ তোলেন। এজন্য সর্বসম্মতিক্রমে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় কেউ অংশ নেয়নি।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্উ দ্দিন টিপু বলেন, ইউএনওর কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যানরা অতিষ্ঠ। তিনি আগের চেয়ে দ্বিগুণ কমিশন নেন। যার-তার সঙ্গে যেন-তেন ব্যবহার করেন। আমরা উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।

অভিযোগ অস্বীকার করে ইউএনও আরিফুর রহমান বলেন, সভা করার বিষয়টি কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে কয়েকজন ইউপি চেয়ারম্যান আমার কাছে জানতে চেয়েছেন কেন উপজেলা চেয়ারম্যান তাদের ডেকেছেন।