ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

ছাত্রদের হত্যার বিচার বাংলার মাটিতে হবে : নিজাম হাজারী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪  

ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেমন বঙ্গবন্ধু হত্যাকারী খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তেমনি কোটা আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচারও বাংলার মাটিতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার সপরিবারে নিহতদের স্মরণে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজাম হাজারী বলেন, ছাত্র আন্দোলনে দেশের পরিবেশ শান্ত রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাবার বুলেট মেরেছে। এতে মানুষ মারা যায় না। তাহলে কীভাবে ছাত্র হত্যা হলো, বিষয়টি ভাবতে হবে। এ ঘটনায় এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন। আশা করি, তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের নামে যারা মুখোশ পরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, সেতুভবনসহ সারাদেশে যারা অগ্নিসন্ত্রাস ও তাণ্ডব চালিয়েছে। ফুটেজ দেখে দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার। অপরাধী কেউ পার পাওয়ার সুযোগ নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

শোকসভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ ফেনী সদর ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শোক র‍্যালিতে ১৮-২০ হাজার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।