ব্রেকিং:
আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের বৈঠক রাতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ‘ভুয়া রুটিন’ ফেসবুকে এলজিইডির পল্লী অবকাঠামো উন্নয়নে চাঁদপুরের ব্যাপক পরিবর্তন চাঁদপুর জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের উদ্যোগ হাজীগঞ্জে সেলাই মেশিন বিতরণ হাইমচর ইউএনও চাই থোয়াইহল চৌধুরী বিদায় সংবর্ধনা চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা পৌনে ২ লাখ মতলব উত্তরের দীপু চৌধুরীর স্মরনে দোয়া ফরিদগঞ্জে মোটরসাইকেল চুরি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটওয়ারী মৃত্যুতে শোক ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নবজাতকরা পেল উপহার দাগনভূঞা প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন সাঁকো থেকে পড়ে প্রাণ গেল তরুণের ক্রয় রশিদ দেখাতে না পারায় ৩ আড়তদারকে জরিমানা ‘ভোটের মালিক জনগণই জনপ্রতিনিধি নির্বাচন করবেন’ শতকোটি টাকার সম্পদের মালিক নাসিম দম্পতি ভূমি-অর্থ-ব্যবসা সবই বেড়েছে নিজাম হাজারীর দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি
  • রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

২০ অক্টোবরের আগে শেখ হাসিনার সরকার বিদায় নিবে: বরকত উল্ল্যাহ বুলু

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। জেলায় জেলায় রোডমার্চ সরকারের জন্য আল্টিমেটাম। আগামী ২০ অক্টোবরের আগে শেখ হাসিনার সরকার বিদায় নিবে। অতি শীঘ্রই আমরা সরকারের বিদায় উৎসব পালন করবো বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু।

শনিবার বিকেলে ফেনী শহরের রামপুরে পাটোয়ারী বাড়ির সামনে রোডমার্চ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় এমন বক্তব্য দেন বরকত উল্ল্যাহ বুলু।

অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনো সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে কুমিল্লা-ফেনী- মীরসরাই-চট্টগ্রাম রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা মো. শাহজাহান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু।

প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম রোডমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম ও যুগ্ম সমন্বয়কারী জালাল উদ্দিন মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির সহ গ্রাম সম্পাদক বেলাল আহমেদ, লক্ষীপুরের সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজাম, ফেনীর সাবেক সাংসদ অগ্নিকন্যা রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাহেরুল ইসলাম তৌহিদ, আবু তালেব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মনিরুল হক, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, লক্ষীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার প্রমুখ।

বরকত উল্ল্যাহ বুলু বলেন, ইয়াসিন আরাফাতকে স্লো পয়জনিং করে মারা হয়েছিলো। আমরা ধারণা করছি খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে। এটি ধরা পরে যাবে বলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দিচ্ছেন না।

তিনি আরও বলেন, আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী দেশ রক্ষায় কোরআন শপথ করেছেন। কিন্তু আপনারা দেশ রক্ষা না করে আওয়ামী লীগ দলকে রক্ষা করছেন। আপনাদেরও বিচারের আওয়তায় আনা হবে। প্রয়োজনে আমরা তলোয়ার হাতে নিয়ে হলেও যুদ্ধ করব।

বুলু বলেন, আপনারা কেন সজীব ওয়াজেদের জন্মদিন পালন করেন না। তার জন্ম তারিখ নিয়ে সমস্যা আছে মনে করেই সরকার জন্মদিন পালন করে না। কারণ যুদ্ধের বছর জয় জন্মগ্রহণ করেছিলো। এটি জেনে যাবে তাই সরকার তা পালন করেরে না।

মো. শাহজাহান বলেন, রাজনৈতিক টনেডোর হাত থেকে শেখ হাসিনাকে কেউ রক্ষা করতে পারবে না। বেগম জিয়াকে দ্রুত মুক্ত করে দিন। না হলে একদিকে খালেদা জিয়া কারাগার থেকে বের হবে অন্যদিকে শেখ হাসিনা কারাগারে ঢুকতে হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মনে ক্ষমতায় থেকে লুটপাট করা। খালেদা জিয়ার জেলা ফেনীর ৭০ ভাগ মানুষ বিএনপির সমর্থক। বাকি ৩০ ভাগের জুজুর ভয়ে পিছু হটলে চলবে না। আওয়ামী লীগের মাস্তান বাহিনীকে কঠোর হাতে প্রতিহত করতে হবে।

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, সরবার পতন আন্দোলনে রোডমার্চ সফল করতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিএনপির নেতারা রাজপথে অবস্থান করবে। পূর্বের অনেক রোডমার্চে বিএনপির নেতা-কর্মীরা শহিদ হয়েছে। এবার রোডমার্চে কেউ আক্রমন করলে নেতা-কর্মীর কঠোর হাতে প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সুস্থ্য খালেদা জিয়াকে কারাগারে রেখে অসুস্থ্য করা হয়েছে। ক্ষমতায় আসলে জড়িত সকলের বিচার করা হবে। এ সরকার আইসিইউতে আছে। যে কোন সময় মৃত্যুর পরওয়ানা ঘোষণা হবে। পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী সাবধান হয়ে যান। সরকারের গোলামী করা ছেড়ে দেন। আমাদের প্রতিশোধ নেয়ার সময় এসেছে।

শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, রোডমার্চে কোন বাধা মানা হবে না। রাস্তার দু’পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান করবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে লাখ লাখ গ্রামবাসি রোডমার্চে যোগ দিবে। এজন্য দলীয় নেতাকর্মীর বাড়ি বাড়ি যেয়ে প্রচার করতে হবে। সরবার পতনের দাবিতে রোডমার্চের পর আরও কঠিন কমর্সূচীতে দেয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের দক্ষিণ পাশে রোডমার্চের পথসভা হবে। পথসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রোডমার্চের প্রস্তুতি সভার স্টেজের ডান পাশে ছিলো জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র, স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিনের বাস ভবন। সভার কারণে তার বাস ভবনের প্রধান দরজা কয়েক ঘন্টা বন্ধ ছিলো।