ব্রেকিং:
নভেম্বরে আসছে জাতীয় ডেবিট কার্ড গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি: নিন্দা জানালেন ১৯০ বিশিষ্ট নাগরিক সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ এবার শুরু হচ্ছে পাতালরেল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ শিল্পপ্রতিষ্ঠান শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন জাগাতে সরকার বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী যাত্রীবেশে গাঁজা পাচার, আটক ১ চান্দিনায় বন্ধুর হাতে যুবক খুন নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে : ভারতীয় হাইকমিশনার অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেফতার ৫ সরু ও জরাজীর্ণ গোমতী নদীর বেইলি ব্রিজে নিত্য যানজট নৌকা চালিয়ে বাড়তি আয় ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতায় সব বয়সী মানুষের ঢল জমি নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত পরকীয়া দেখে ফেলায় মেয়েকে নৃশংসভাবে খুন করেন মা ও তার প্রেমিক জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, নৌকায় ভোট দিন : রাজী ফখরুল
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

নাম না থাকায় এমপির সামনেই ব্যানার খুলে নিলেন উপজেলা চেয়ারম্যান

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ফুলগাজীতে একটি নবনির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জাসদ (ইনু) নেত্রী শিরীন আখতার। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল না উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম মজুমদারের নাম। এর জেরে সংসদ সদস্যের সামনেই অনুষ্ঠানের ব্যানার অপসারণ করেন আবদুল আলিম। পরে ব্যানার ছাড়াই ভবনটি উদ্বোধন করেন শিরীন আখতার।

ব্যানার অপসারণের ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যানের নাম ভুল করে লেখা হয়নি। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলাবিশিষ্ট ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রোববার ওই ভবন উদ্বোধনের অনুষ্ঠানে আসেন ফেনী-১ আসনের (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) সংসদ সদস্য ও জাসদের (ইনু) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম। অনুষ্ঠান শুরুর পর আবদুল আলিম ব্যানারে তাঁর নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে ওই ব্যানার অপসারণের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের আয়োজকেরা ওই ব্যানার অপসারণ করেন। পরে ব্যানার ছাড়াই ওই ভবন উদ্বোধন করেন অতিথিরা।

ব্যানার অপসারণের পরপরই অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়া শুরু করেন। এতে আয়োজকেরা বিব্রতকর অবস্থায় পড়েন। তবে অনুষ্ঠানে সংসদ সদস্য এ বিষয়ে কোনো কথা বলেননি।

অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার মাদ্রাসা সুপারকে উত্তেজিত হয়ে বলেন, ‘তোরা আমাকে দাওয়াত দিছস্, ব্যানারে নাম দিস নাই কেন।’

তিনি এ কথা বলার সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা তার অনুসারী লোকজন ব্যানার খুলে ফেলেন।

এ বিষয়ে আবদুল আলিম প্রতিবেদককে বলেন, ‘অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে বিশেষ অতিথি করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে নাম না দেওয়া ষড়যন্ত্রের অংশ। এমপির প্রতি আমার কোনো প্রকারের ক্ষোভ বা অসন্তোষ নেই। কিন্তু যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জয়নাল আবেদীন বলেন, ব্যানারে ভুলবশত উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামটি লেখা হয়নি। এ জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম ভূঞা, জেলা জাসদ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা জাসদ সভাপতি দুলাল বৈদ্য। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আবুল হাসেম বুলবুল সভাপতিত্ব করেন।

এদিকে একই অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মজুমদার তার বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় উপস্থিত সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ও ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন।