ব্রেকিং:
নভেম্বরে আসছে জাতীয় ডেবিট কার্ড গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি: নিন্দা জানালেন ১৯০ বিশিষ্ট নাগরিক সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ এবার শুরু হচ্ছে পাতালরেল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ শিল্পপ্রতিষ্ঠান শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন জাগাতে সরকার বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী যাত্রীবেশে গাঁজা পাচার, আটক ১ চান্দিনায় বন্ধুর হাতে যুবক খুন নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে : ভারতীয় হাইকমিশনার অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেফতার ৫ সরু ও জরাজীর্ণ গোমতী নদীর বেইলি ব্রিজে নিত্য যানজট নৌকা চালিয়ে বাড়তি আয় ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতায় সব বয়সী মানুষের ঢল জমি নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত পরকীয়া দেখে ফেলায় মেয়েকে নৃশংসভাবে খুন করেন মা ও তার প্রেমিক জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, নৌকায় ভোট দিন : রাজী ফখরুল
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

ফাঁদ পাতে পুলিশ, নকল সোনার বারসহ গ্রেফতার ৩

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় অভিনব কায়দায় নকল সোনার বার দিয়ে প্রতারণাকালে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একটি নকল সোনার বার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।

শনিবার দুপুরে প্রতারণার মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার এসআই রাসেল মিয়া জানান, প্রতারকদের ধরতে শুক্রবার (২৫ আগস্ট) রাতে ছদ্মবেশে ফাঁদ পাতে পুলিশ। এ সময় প্রতারকদের একজন নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের ইমন আলীর ছেলে সাইফুল ইসলাম অটোরিকশাচালক সেজে গাড়িটি চালাচ্ছিলেন। পেছনে যাত্রী বেশে বসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ মিলন ও চট্টগ্রাম সন্দীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের ইলিয়াস সওদাগর মেয়ে রাশেদা আক্তার। ছদ্মবেশে তাদের সঙ্গে যোগ দেন এক পুলিশ সদস্য।

তারা পুলিশ সদস্যকে অটোরিকশার মাঝের সিটে বসান। এরপর অটোরিকশাচালক যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমি অশিক্ষিত মানুষ কাগজে মোড়ানো এক টুকরো সোনা আছে আপনারা কি দেখবেন? যাত্রীরা দেখেন কাগজের টুকরো লেখা আছে ‘এই সোনা দিয়ে একটি কাকন ও নাকের ফুল ও কানের দুল বানানোর জন্য স্বর্ণকার কাছে নিয়ে যান’।

এ সময় প্রতারক সদস্যদের একজন বলেন, ‘এটা তো সত্যিকারের সোনা আমার কাছে টাকা থাকলে নিয়ে নিতাম’। অপরজন বলেন, ‘এটা তো আসলেই সোনা আপনি নিয়ে নেন’। এই বলে ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যকে প্রলুব্ধ করতে প্রতারণার চেষ্টা করেন। এ সময় পুলিশ হাতেনাতে প্রতারকদের গ্রেফতার করে এবং তাদের সঙ্গে থাকা নকল সোনার বারটি উদ্ধার করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে প্রতারকদের কারাগারে পাঠানো হয়েছে।