ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

সিরিজ বোমা হামলা: ফেনীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

ফেনীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ।

বৃহস্পতিবার বিকালে শহরের পৌর লিবার্টি মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ.কে.শহীদ খোন্দকার।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নূর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম.শাহাজাহান. সাজু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারকে হত্যা, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা ও ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা; সবই একই সূত্রে গাথা। সভায় বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সভাপতি।

তিনি আরো বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযায়, বিএনপি-জামায়াত জোট সরকার রাস্ট্র ক্ষমতা থাকাবস্থায় ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকাসহ দেশের ৪৩৪টি স্থানে প্রায় ৫’শত বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই সিরিজ বোমা হামলায় ২জন নিহত হন এবং আহত হয় দু’শতাধিক মানুষ। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩ জেলার প্রেসক্লাব ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।