ব্রেকিং:
দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

নবাব ফয়জুন্নেছার বাড়িকে জাদুঘর বানানো হবে--সংস্কৃতি প্রতিমন্ত্রী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

কুমিল্লা লাকসামে স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বলেন, নবাব ফয়জুন্নেছার বাড়ি জাদুঘর বানানো হবে। আগামী ৭ দিনের মধ্যে সম্ভাব্যতা যাচাই করা হবে। ফয়জুন্নেছার স্মৃতি ধরে রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় তিনি লাকসাম শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা ও লাকসাম পৌর এলাকার সবগুলো উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক সরঞ্জাম উপহার দেব।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কে.এম. খালিদ আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আপনারা কেউ এলাকায়ও থাকতে পারবেন না। তাই আগামী নির্বাচনে এ আসনে তাজুল ইসলামকে জয়ী করতে হবে। আপনারা যদি মনে করেন, এ একটা আসনে না জিতলে কিছু হবে না। তাহলে রাজার পুকুর দুধ দিয়ে ভরাট করার গল্পের মতো হয়ে যাবে। পুকুর পানিতে ভরে যাবে, দুধ হবে না।
মতবিনিময় সভার পর প্রতিমন্ত্রী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফয়জুন্নেছার জীবনী সংবলিত বই উপহার দেয়া হয়। পরে তিনি কলেজ মসজিদ সংলগ্ন নবাব ফয়জুন্নেছার কবর জিয়ারত করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।