ব্রেকিং:
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি জিয়ার গুম-খুন ও খালেদার অগ্নি সন্ত্রাসের বিচার দাবি দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ অক্টোবর থেকে এনআইডি সেবা আরও ৩ দেশে মাধ্যমিক শিক্ষা খাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে লাগেজ ভ্যান জ্বালানি তেল আমদানি ও বিপণন উন্মুক্ত হচ্ছে নারায়ণগঞ্জবাসী পাচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে: প্রধানমন্ত্রী তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি খুনি জিয়ার মরণোত্তর বিচার চায় ‘মায়ের কান্না’ মানবাধিকার রক্ষার নামে যেন রাজনৈতিক চাপ সৃষ্টি না হয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার চিরনিদ্রায় শায়িত হলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ত্রাণ বিতরণ চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনি : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

দুর্বৃত্তরা কেটে ফেললো কৃষকের ৫ শতাধিক বেগুন গাছ!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ জুন ২০২৩  

কুমিল্লার চান্দিনায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২৪ শতাংশ জমির বেগুন গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ মে) বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে ওই ঘটনা ঘটে।
ভূক্তভোগী কৃষক বশির মিয়া ওই গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন বশির মিয়া।
কৃষক বশির মিয়ার স্ত্রী আয়েশা বেগম জানান, দুই পক্ষের মাধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। মঙ্গলবার (৩০ মে) আদালতে হাজিরার তারিখও ছিল। সেইদিন আদালতে মামলা না উঠায় ক্ষুব্ধ হয় প্রতিপক্ষরা। বিকেলে বাড়িতে এসে রাম দা, ছেনি হাতে নিয়ে আমার স্বামীকে হত্যা করতে বাড়িতে আসে। আমার স্বামী প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় ইসমাইল ও হোসাইন নামের দুই ব্যক্তি আমাদের ২৪ শতাংশ বেগুন ক্ষেতের সব গাছ কেটে ফেলে। এমন অবস্থায় আমরা দূর থেকে ডাক চিৎকার করে কান্না কাটি করলেও তাদের অস্ত্রের ভয়ে কাছে যেতে পারি নাই।
জানা যায়, মহিচাইল গ্রামের মাজু মিয়ার দুই সংসার ছিল। এক সংসারে বশির মিয়া অপর সংসারে ইসমাইল ও হোসাইন। দুই সংসারকে পৃথক ভাবে জমির কাগজপত্রও করে দেন। মাজু মিয়ার মৃত্যুর পর সৎভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এদিকে, এ ঘটনায় বিষ্মিত হয়ে পড়েছে এলাকাবাসী। কৃষি নির্ভর বাংলাদেশে সৃজিত বেগুন গাছগুলো নিধন কোন ভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী।
না প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানান, তাদের পরিবারে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে এই বলে এমন অমানবিক কাজ কোন ভাবেই মেনে নিতে পারছি না।
মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বিষয়টি জানার পর স্থানীয় ভাবে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি কৃষক বশির মিয়ার উপর অমানবিক নির্যাতন এবং তাকে হত্যা করার লক্ষে বাড়িতে দা-ছেন নিয়ে হামলাও করে। বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুষ্ঠু তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।