ব্রেকিং:
গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই অবশেষে ন্যাটোর সদস্যপদ পেলো সুইডেন বাজারে নেই নতুন দামের সয়াবিন তেল, দাম বেড়েছে সবকিছুর ভারতে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ চলছে কর্মযজ্ঞ, অক্টোবরে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি গার্ডেন থিয়েটার কুমিল্লার একক নাট্য প্রদর্শনী ১০ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুই বারের নির্বাচিত সাবেক ভিপি বীর মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক শাহআলম বাংলাদেশের অনেক ঐতিহাসিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার ছিল সাহসী নেতৃত্বগুণ। অপার সাহসিকতায় তিনি বাঙালির মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে ভিপি শাহআলম ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ছিল অন্য যোদ্ধাদের প্রেরণা । একজন জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে বৃহত্তর কুমিল্লার ছাত্র সমাজের কাছে তিনি ছিলেন সমাদৃত। মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (২৯ মে) কুমিল্লা টাউন হল মিলনায়তনে শাহআলম শুভার্থী পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

ভিপি শাহআলম এক অবিনাশী চেতনার নাম উল্লেখ করে বক্তারা আরো বলেন, তিনি জনপ্রিয় নেতা ছিলেন। স্বাতন্ত্রিক নেতৃত্বগুণের কারণেই তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, হয়ে উঠেছিলেন জনপ্রিয় নেতা। তিনি হাঁটলেই মিছিলের মতো হয়ে যেতো।

তাঁর ইন্তেকালে আমরা হারিয়েছি একজন দেশপ্রেমিক যোদ্ধাকে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

২০২৩ সালের ২৯ মার্চ ভিপি শাহআলম ইন্তেকাল করেন। কিন্তু এর অনেক আগেই আশির দশকে তিনি কুমিল্লা ছেড়ে চলে গিয়েছিলেন, তা ছিলো আমাদের জন্য দুর্ভাগ্য। তার মৃত্যুর পর পারিপার্শ্বিক কারণে তার মরদেহ কুমিল্লায় আনা সম্ভব হয়নি। তারপরও কুমিল্লায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আজকে শুভার্থী পরিষদের আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে। কুমিল্লার কৃতি সন্তান কাউকে স্মরণ করতে আমরা যেন কার্পণ্য না করি। সকল বিভক্তি দূরে ঠেলে আমাদের ছেড়ে চলে যাওয়া কুমিল্লার বরেণ্য মানুষগুলোকে আমাদের স্মরণে রাখা উচিত।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার, যুদ্ধকালীন কোতয়ালী থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন, লাকসাম থানার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ভিপি শাহ আলমের পুত্র ফখরুল আলম উল্লাস ও সাইফুল আলম বাবু।

সঞ্চালনায় ছিলেন এডভোকেট শহীদুল হক স্বপন ও আহসানুল কবীর।

স্বাগত বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের এককালীন রাজনৈতিক সাথী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ৮০’র দশকের কুমিল্লায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ড. শাহ্ মোঃ সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের সহযোদ্ধা রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুল আলিম কাঞ্চন, ন্যাপ নেতা বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, এডভোকেট মাহাবুবুর রহমান।

মঞ্চে কবিতা আবৃত্তি করেন সৈয়দ আহমাদ তারেক ও রুবেল কুদ্দুস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে ভিপি শাহ আলমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।