ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুই বারের নির্বাচিত সাবেক ভিপি বীর মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক শাহআলম বাংলাদেশের অনেক ঐতিহাসিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার ছিল সাহসী নেতৃত্বগুণ। অপার সাহসিকতায় তিনি বাঙালির মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে ভিপি শাহআলম ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ছিল অন্য যোদ্ধাদের প্রেরণা । একজন জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে বৃহত্তর কুমিল্লার ছাত্র সমাজের কাছে তিনি ছিলেন সমাদৃত। মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (২৯ মে) কুমিল্লা টাউন হল মিলনায়তনে শাহআলম শুভার্থী পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

ভিপি শাহআলম এক অবিনাশী চেতনার নাম উল্লেখ করে বক্তারা আরো বলেন, তিনি জনপ্রিয় নেতা ছিলেন। স্বাতন্ত্রিক নেতৃত্বগুণের কারণেই তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, হয়ে উঠেছিলেন জনপ্রিয় নেতা। তিনি হাঁটলেই মিছিলের মতো হয়ে যেতো।

তাঁর ইন্তেকালে আমরা হারিয়েছি একজন দেশপ্রেমিক যোদ্ধাকে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

২০২৩ সালের ২৯ মার্চ ভিপি শাহআলম ইন্তেকাল করেন। কিন্তু এর অনেক আগেই আশির দশকে তিনি কুমিল্লা ছেড়ে চলে গিয়েছিলেন, তা ছিলো আমাদের জন্য দুর্ভাগ্য। তার মৃত্যুর পর পারিপার্শ্বিক কারণে তার মরদেহ কুমিল্লায় আনা সম্ভব হয়নি। তারপরও কুমিল্লায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আজকে শুভার্থী পরিষদের আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে। কুমিল্লার কৃতি সন্তান কাউকে স্মরণ করতে আমরা যেন কার্পণ্য না করি। সকল বিভক্তি দূরে ঠেলে আমাদের ছেড়ে চলে যাওয়া কুমিল্লার বরেণ্য মানুষগুলোকে আমাদের স্মরণে রাখা উচিত।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার, যুদ্ধকালীন কোতয়ালী থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন, লাকসাম থানার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ভিপি শাহ আলমের পুত্র ফখরুল আলম উল্লাস ও সাইফুল আলম বাবু।

সঞ্চালনায় ছিলেন এডভোকেট শহীদুল হক স্বপন ও আহসানুল কবীর।

স্বাগত বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের এককালীন রাজনৈতিক সাথী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ৮০’র দশকের কুমিল্লায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ড. শাহ্ মোঃ সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের সহযোদ্ধা রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুল আলিম কাঞ্চন, ন্যাপ নেতা বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, এডভোকেট মাহাবুবুর রহমান।

মঞ্চে কবিতা আবৃত্তি করেন সৈয়দ আহমাদ তারেক ও রুবেল কুদ্দুস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে ভিপি শাহ আলমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।