ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

কুমিল্লার মিডল্যান্ড হসপিটালে এক রোগীর শরীরে ‘এ পজেটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজেটিভ’ রক্ত ট্রান্সফিউশন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১২ মার্চের এ ঘটনায় ৩০ মার্চ কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় মিডল্যান্ড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার জাহান লুবনাকে (৫০) প্রধান আসামি করে মোট ৮জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে এডভোকেট জয়নাল আবেদীন মাঝারী বলেন, ভুল রক্ত ট্রান্সফিউশন ও অবহেলার অভিযোগে ৩০ মার্চ কুমিল্লার আদালতে মামলা হয়েছে। আদালত মামলামটি আমলে নিয়ে কুমিল্লার সিভিল সার্জনকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
এডভোকেট জয়নাল আবেদীন মাঝারী বলেন, বিষয়টি অনেক স্পর্শকাতর। মিডল্যান্ডের চিকিৎসক রোগীকে এ পজেটিভের পরিবর্তে বি-পজেটিভ রক্ত পুষ করেছে। এতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। কিন্তু সেই সময়েও তারা কোনো সহযোগিতা করেনি। পরে রোগীর স্বজনরা তাকে কুচাইতলীতে (কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে) নিয়ে ভর্তি করে। সেখানে সে আইসিইতে ছিলো। ভাগ্য ভালো বেঁচে গেছে। কিন্তু এখনো রোগী খুব অসুস্থ।
ভুক্তভোগী রোগীর স্বজনরা জানান, গত ১২ মার্চ বিকালে বরুড়া উপজেলা লক্ষিপুর ইউনিয়নের পাঁচথুবী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার কুমিল্লা মিডল্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসেন। তিনি জরায়ুর প্রবলেম নিয়ে হসপিটালে ভর্তি হন। এসময় হাসপাতালের পক্ষ তেকে রোগী হাসিনা আক্তারের রক্তের গ্রুপ পরীক্ষা করে রোগীর পরিবারকে জানানো হয়, বি পজেটিভ রক্ত লাগবে। রক্ত সংগ্রহ ও ক্রস ম্যাচিংয়ের পর জানানো হয়- ‘এক ব্যাগে হবে না, আরো এক ব্যাগ রক্ত লাগবে।’ এসময় রোগীর শরীরে রক্ত পুষ করার সময় সে খুব চিৎকার চেচামেচি করছিলো।  এরই মাঝে মিডল্যান্ড হসপিটালের ল্যাব বন্ধ হয়ে যায়। তখন ল্যাব টেকনোলজিস্ট জানায়, আপনারা অন্য একটি হসপিটালে গিয়ে ব্লাড কালেকশন ও ব্লাড ক্রস ম্যাচিং করে নিয়ে আসেন। কিন্তু অন্য একটি হসপিটালে ব্লাড কালেকশন ও ক্রসম্যাচিং করতে গিয়ে দেখা যায় রোগীর ব্লাড গ্রুপের সাথে ডোনারের ব্লাড গ্রুপ মিলছে না। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রোগীর স্বজনদের অভিযোগ ও আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন ডা: নাসিমা আক্তার বলেন, আমরা রোগীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, সে আলোক তদন্ত কমিটি গঠনও করেছি। পরবর্তীতে আদালতের আদেশের আলোকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে