ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দীর্ঘ ২০ বছর পর কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

দীর্ঘ ২০ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট থেকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজার পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে রামচন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।  
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জীবন মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল হাসেম হাসু।
আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম ও জসিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম সাহেদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা ওলামালীগ নেতা আবু বকর।
উল্লেখ্য, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট থেকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজার পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। দীর্ঘ ২০ বছর পর বহু প্রতিক্ষিত এ রাস্তার কাজ উদ্বোধন হওয়ায় এলাকাবাসী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনকে সাধুবাদ জানায়।