ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মতলবে ডাকাত আতঙ্কে রাতভর গ্রামে গ্রামে পাহারা ও মাইকিং

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ও ধনাগোদা নদীর তীরবর্তী একাধিক গ্রামে দুই দিন ধরে স্থানীয় লোকজনের মধ্যে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি রোধে গতকাল সোমবার রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এলাকার লোকজন গ্রামের বিভিন্ন মোড়ে পাহারা দিয়েছেন। মানুষকে সচেতন করতে মসজিদে মসজিদে করা হয়েছে মাইকিং।

এর আগের দিন রোববার রাতেও একই চিত্র দেখা গেছে। এ অবস্থায় মতলব উত্তর থানা–পুলিশও তাদের টহল কার্যক্রম জোরদার করেছে। এ ছাড়া একাধিক স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। গত এক বছরে এ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে। তবে গত এক মাসে এই এলাকায় কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি।

উপজেলার সিপাইকান্দি এলাকার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম নবী বলেন, গত রোববার মতলব উত্তর থানা থেকে ডাকাতি রোধে সতর্ক হওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বার্তা পাওয়ার পর থেকে স্থানীয় লোকজন ডাকাতি ঠেকাতে দলে দলে বিভক্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রামের বিভিন্ন মোড়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ মতলব উত্তর উপজেলায় সম্ভাব্য ডাকাতির বিষয়ে জানতে পেরেছে। ওই তথ্য পাওয়ার পরই ডাকাতি ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে এবং স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উপজেলার ফতেপুর এলাকার মো. মফিজ মিয়া বলেন, রাত হলেই তাঁদের গ্রামে ডাকাতির আতঙ্ক বিরাজ করছে। এ জন্য গত দুই রাত তাঁরা নির্ঘুম সময় কাটিয়েছেন।

টরকী এলাকার বাচ্চু মিয়া বলেন, আশপাশের শতাধিক গ্রামের লোকজনকে সচেতন ও সজাগ থাকতে প্রায় প্রতিটি মসজিদ থেকে রাতে দফায় দফায় মাইকিং করা হয়েছে। রাতে পাহারায় নিযুক্ত স্থানীয় লোকজন তাঁদের এলাকায় অপরিচিত ও সন্দেহভাজন লোকদের দেখলেই জিজ্ঞাসাবাদ করেছেন।

ছেংগারচর এলাকার মো. জসিম উদ্দিন বলেন, সম্ভাব্য ডাকাতি রোধের বিষয়ে জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক থানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছেন। এলাকাবাসীরাও জনপ্রতিনিধিদের নিয়মিত তথ্য সররবাহ করছেন।

পুলিশ পরিদর্শক মো. সানোয়ার হোসেন বলেন, রোববার থেকে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টহল চালুর পাশাপাশি পুলিশের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।