ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

ব্যবসায়ীকে কোপালো ৩ ভাই : উভয়পক্ষ হাসপাতালে ভর্তি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

লক্ষ্মীপুর সদরে গাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন সোহাগকে (৮) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী ইসমাইল হোসেন, আব্দুর রব ও আমির হোসেনের বিরুদ্ধে। হামলাকারী সবাই আপন ভাই। সোহাগকে বাঁচতে গিয়ে হামলার শিকার হন মুসলিম নামে আরেক ব্যক্তি। হামলাকারী ওমর ফারুক ঘটনার পর থেকে পলাতক।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ ও তার স্বজনরা এ হামলার তথ্য নিশ্চিত করেন। একই হাসপাতালে হামলাকারীরাও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর-আগে দুপুরে তেওয়ারিগঞ্জ ইউনিয়নের (৮নং ওয়ার্ড) চরমনসা গ্রামে এ হামলার শিকার হন ব্যবসায়ী সোহাগ।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠান।

৩ ভাই ছাড়াও তাদের ভগ্নীপতি মো. হাফিজ উল্লাহ (৫০) ও সাবেক ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ (৫৫) সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, হাজী আহম্মেদ উল্লাহ দরবেশ ও একই এলাকার নুর মোহাম্মদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধ কৃত জমির মাটি ইট ভাটার মালিক মোক্তার হোসেন বিপ্লবের কাছে বিক্রি করেন আহম্মেদ উল্লাহর ছেলে ওমর ফারুক। বিরোধ কৃত জমি থেকে মাটি কাটার সময় নুর মোহাম্মদ গংরা বাদা দেয়। একপর্যায়ে সেখানে তর্কবিতর্ক হয়। পরে উভয়পক্ষ লোকজন সেখান থেকে চলে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নুর মোহাম্মদের ছেলে সোহাগ বাড়ী থেকে স্থানীয় মোল্লার হাটে যাওয়ার পথে, হামলাকারী ওমর ফারুক, ইসমাইল হোসেন, আব্দুর রব ও আমির হোসেন এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপানো দৃশ্য দেখে সোহাগকে বাঁচতে গিয়ে আসেন মুসলিম। সেইও হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।

আহত মুসলিম বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। হামলাকারীরা আজ সোহাগকে এক পেয়ে হামলা করে। তাকে বাঁচতে গিয়ে সেই নিজেও হামলার শিকার হয়।

ভুক্তভোগী সোহাগের বাবা নুর মোহাম্মদ জানান, সকালে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে বিপ্লব মিয়া বলছে এনিয়ে পরে বৈঠক হবে। এতে উভয়পক্ষ ঘটনাস্থল থেকে চলে যান। সাড়ে ১১টার দিকে তার ছেলে সোহাগ বাড়ী থেকে দোকানে যাওয়ার পথে হামলাকারীরা তাকে একা পেয়ে হামলা করে। প্রতিপক্ষের লোকজন হাসপাতালে ভর্তি এ বিষয়ে জানতে চাইলে নুর মোহাম্মদ জানান, ৫জন একসঙ্গে হয়ে সোহাগকে কোপানো দৃশ্য দেখে স্থানীয়রা তাদের উত্তমমধ্যম দেয়। পরে পুলিশ গিয়ে সবাইকে উদ্ধার করে।

অভিযুক্ত ওমর ফারুকের ভাই ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় জানান, তাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে নুর মিয়া ও নুর মোহাম্মদের সঙ্গে। তারা আজ দুপুরে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমিসহ ৫ জন আহত হই। এখন আমরা সবাই হাসপাতালে ভর্তি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন মারামারি করে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এক পক্ষ লিখিত অভিযোগ জমা দিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।