ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

ফেনীতে জামায়াতের কার্যালয় থেকে গ্রেপ্তার ১২ নেতা-কর্মীকে কারাগারে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

ফেনীতে জামায়াতের কার্যালয় থেকে গ্রেপ্তার ১২ নেতা–কর্মীকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামীদের মডেল থানা থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ শফিউল্লাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), মনির হোসেন (৪১), আবু তাহের (৫৫), আবদুল মোতালেব (৩৮), সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), আবদুল মতিন (৪৪), জাকির হোসেন (৩৫), মোহাম্মদ মহিউদ্দিন (৩৪) ও মোহাম্মদ ইস্রাফিল (১৮)। তাৎক্ষণিকভাবে তাঁদের দলীয় পদ-পদবি জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার সকালে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার পাশে জামায়াতের জেলা কার্যালয়ে অভিযান চালায়য় পুলিশ। কার্যালেয় গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর ১২ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, অভিযানে জামায়াতের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট, ব্যানার, পোস্টার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, স্ক্যানার, পাঁচটি ককটেল ও আটটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক ধারায় একটি মামলা করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সেখান থেকে কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার ১২ জন ও অজ্ঞাতনামা ২০–২৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মামলার পর গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।