ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

দেবিদ্বার ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের ভাই ভাই ব্রিকস সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার অটোচালক মো. আবদুল আলিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইব্রাহীম খেলার ছলে মাটি বোঝাই ট্রাক্টরের পিছনে ওঠে। পরে ট্রাক্টর চালক মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ভাটার মাটির টিলার উপরে উঠতে চাইলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ইব্রাহীমের মাথা ও পেটের ওপর দিয়ে চাকা চলে যায়, এতে ঘটনাস্থলেই শিশু ইব্রাহীমের মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, ইট ভাটার মালিকের অবহেলায় গত কয়েক মাস আগে ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বিষয়টি প্রভাবশালীর সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপ দেওয়া হয়। শিশু ইব্রাহীমের মৃত্যুর বিষয়টিও একটি চক্রের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।  
শিশু ইব্রাহিমের মা ইয়াসমিন আক্তার জানান, বাড়িতে ওষুধ খেয়ে কখন মাটির ট্রাক্টরের ওপরে উঠল দেখিনি, আমি তো বাড়িতে কাজ করছিলাম। থানায় অভিযোগ দিয়ে কি হবে আমার ছেলে তো আর ফিরে আসবে না।
ভাই ভাই ইটভাটার মালিক মোহনপুর ইউপি চেয়ারম্যান মো.ময়নাল হোসেন মনির বলেন, মাটি বহন করার সময় ওই শিশুটি খেলার ছলে ট্রাক্টরের পিছনে ওঠে। ট্রাক্টরটি যখন মাটি নামানোর জন্য টিলার ওপরে উঠে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে পিছনে থাকা ইব্রামি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নিহত ইব্রাহীমের বাবাসহ তার আত্মীয় স্বজনরা থানায় এসেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শিশুটির স্বজনরা থানায় অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।