ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, জাতির জনকের যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে সারা দেশে শিক্ষার আনুপাতিক হার অকল্পনীয় ভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র ১০ বছরের ব্যবধানে শিক্ষার হার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৭৪.৬৬ শতাংশে দাঁড়িয়েছে।
শনিবার ২৮ জানুয়ারি বিকেলে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে শিক্ষার হার বৃদ্ধিতে প্রতিটি বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান, প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত পরীক্ষা গ্রহণ করায় দেশের শিক্ষা ব্যবস্থা আজ এ পর্যায়ে দাঁড়িয়েছে।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, সমাজের সবচেয়ে সম্মান জনক পেশা শিক্ষকতা। শিক্ষকরা কিছুই চান না, শুধু চান সম্মান। আর ওই শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করার মানসিকতা থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে। শিক্ষকদের দোয়ায় ওই শিক্ষার্থীও মানুষের মতো মানুষ হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে।
এসময় বিদ্যালয়ের বিদায়ী ১৫জন শিক্ষক কর্মচারীদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা শিক্ষা অফিসার কানিজ আফরোজ, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, প্রাক্তন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মধু মাস্টার, কাজী কামাল উদ্দিন, খলিলুর রহমান ভূইয়া, প্রাক্তন সহকারি শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল কাদের, ময়নাল হোসেন, সিনিয়র শিক্ষক নিতাই কান্তি সাহা, বিদ্যালয়ের সাবেক সভাপতি এ.আর. সাদেকুর রহমান রুমি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহসিন, শিক্ষক ইউসুফ আলী।
স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ। এসময় বালক শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ফুটবল তুলে দেন প্রধান অতিথি। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।