ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ইভটিজারদের ভয়ে মাদরাসায় যাচ্ছে না দাখিল পরীক্ষার্থী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

লক্ষ্মীপুরে ইভটিজারদের ভয়ে ৩ দিন ধরে এক দাখিল পরীক্ষার্থী (১৬) মাদরাসায় যেতে পারছে না বলে অভিযোগ উঠেছে। নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে ইভটিজার ও তাদের স্বজনদের হাতে মারধরে বৃদ্ধা মরিয়ম বিবি (৮০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দিলে অভিযুক্তরা বাড়িতে হামলা চালায়।হামলাকারীদের ভয়ে বর্তমানে মা-মেয়ে বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে গেলে ভূক্তভোগী মাদরাসাছাত্রী ও তার মা ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ জানুয়ারি) ছাত্রীর মা ৬ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত মো. সেলিম, আলী আহমেদ ও আমেনা বেগম ঘটনাটি অস্বীকার করেছেন।

ভূক্তভোগী ছাত্রী নতুন তেওয়ারীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার্থী।

অভিযোগ সূত্র জানায়, ২১ জানুয়ারি দুপুরে মাদরাসা থেকে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। তার সঙ্গে বৃদ্ধা নানি মরিয়মও ছিলেন। এসময় আরিফ ও সুমন নামে দু’জন তাদের পথরোধ করে। এতে বৃদ্ধা তাদেরকে বাধা দেয়। পরে অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে বৃদ্ধাকে মারধর করে আহত করে। এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিলে ফের মারধরের হুমকি দেয় তারা। ঘটনার বিচারের জন্য ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেন। এতে আরিফ, তার বাবা সেলিম, মা আমেনা বেগম, আলী আহমেদ, তার স্ত্রী কুলসুম বেগম ও সুমনকে অভিযুক্ত করা হয়।

মাদরাসাছাত্রী বলেন, মাদরাসায় যাওয়ার আসার পথে আরিফ ও সুমন আমাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরণের অশ্লীল কথা বলে। তার এক মোটরসাইকেলে চলাফেরা করে। ২১ জানুয়ারি খারাপ আচরণ করলে আমার নানি বাধা দেয়। এতে আরিফ-সুমনসহ অভিযুক্তরা আমার নানিকে মারধর করে। আমি নানিকে ছাড়াতে গেলে আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। এতে ভয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। সামনে আমার পরীক্ষা কিন্তু তাদের ভয়ে আমি মাদরাসায় যেতে পারছি না। 

ছাত্রীর মা বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে গত দুইদিন আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমার মা হাসপাতালে চিকিৎসাধীন তাকেও দেখতে যেতে পারছি না। দোকানের সামনে অভিযুক্ত জড়ো হয়ে থাকলে। বের হলেই তারা আমাকে মারধর করার হুমকি দিয়েছে।

অভিযুক্ত আরিফ ও সুমনকে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে আরিফের বাবা মো. সেলিম জানান, তার ছেলে স্থানীয় ফরাশগঞ্জ বাজারের ফার্মেসী ব্যবসায়ী। তার স্ত্রী-সন্তান রয়েছে। ওই ছাত্রী তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। বৃদ্ধা মরিয়মকেও তারা কেউ মারধর করেনি।

অভিযুক্ত আলী আহমেদ বলেন, ঘটনাটি সম্পূর্ন মিথ্যা। অভিযোগকারী নারী মিথ্যা ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এর আগেও ওই নারী তাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে।  

মাদরাসা সুপার লোকমান আজম বলেন, ৩ দিন ধরে ওই ছাত্রী মাদরাসায় আসছে না। তবে কি কারণে আসেনি তা জানা ছিল না। ধারণা করেছিলাম, অসুস্থ্য ছিল।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ওই ছাত্রীকে উত্যক্তের ঘটনাটি প্রায় ১ মাস আগে তার মা জানিয়েছিল। অভিযুক্ত সুমনকে আমি চিনি না। অপর অভিযুক্ত ফারুককে ওই ছাত্রীকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। চলমান ঘটনাটি আমাদেরকে কেউ জানায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মোবাইলে ঢাকা মেইল জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে।