ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

২২ দিন মাছ ধরা বন্ধ,এবার ৫ কেজি চাল বেশি পাচ্ছেন চাঁদপুরের জেলেরা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২  

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ৭ অক্টোবর (বৃহস্পতিবার মধ্যরাত) থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন এ নিষেধাজ্ঞা থাকবে।

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার মূল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা-মেঘনা নদীতে আসে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এ বছরও ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সারাদেশের মতো চাঁদপুরেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে নিয়ে মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে রাখা শুরু করেছেন। জেলেরা আগে নিষেধাজ্ঞার সময় ২০ কেজি চাল পেতেন। এবার তারা পাবেন ২৫ কেজি চাল। 

এজন্য বৃহস্পতিবার সকালে মাছ ধরার সরঞ্জাম নিয়ে দল বেঁধে ঘাটে ফেরা শুরু করেন জেলেরা। তীরে নোঙর করে ফিশিং বোট, ট্রলার থেকে ইঞ্জিন, জালসহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে রাখছেন।

মৎস্য কর্মকর্তারা জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী এলাকা পর্যন্ত ৭০ কিলোমিটারের নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না। এ অঞ্চলে ৪৪ হাজার ৩৫ জন কার্ডধারী এবং নিবন্ধিত জেলে রয়েছেন।
 
জেলা সদরের তরপুরচন্ডী এলাকার নূরে আলম বলেন, সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা আমরা মেনে নিয়েছি। এজন্য নদী থেকে জাল উঠিয়ে ফেলেছি।

চাঁদপুর মাছ ঘাটের মাছ ব্যবসায়ী বিল্লাল বলেন, নিষেধাজ্ঞার এ সময়ে আমরা নদীর মাছ বিক্রি করব না। এ ২২ দিন পুকুরের মাছ বিক্রি করব। একইসঙ্গে জেলেদেরকে ইলিশ ধরা থেকে বিরত থাকার অনুরোধ করি।  

এ বিষয়ে চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, সারাদেশের মতো মা ইলিশ রক্ষায় চাঁদপুরেও নদীতে ২২ দিন অভিযান পরিচালনা করা হবে। এরই মধ্যে জেলা টাস্কফোর্সের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নদীর প্রবেশ মুখে খালের মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সরকার এরই মধ্যে জেলেদের ভিজিএফ চাল বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে। এবার পাঁচ কেজি করে চাল বেশি দিয়েছে। জেলেরা আগে নিষেধাজ্ঞার সময় ২০ কেজি চাল পেতেন। এবার পাবেন ২৫ কেজি। এটা জেলেদের জন্য খুশির সংবাদ।