ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যা মামলার বাদীসহ পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

আলোচিত মাদরাসাছাত্রী ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান নোমান ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে।

বৃহস্পতিবার আবুল হোসেন রিপন ও বিদেশে অবস্থানরত ইলিয়াছ হোসেনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলার বাদী এ জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার বোন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি ২০১৯ সালের ৬ এপ্রিল আগুন সন্ত্রাসের শিকার হওয়ার পর আবুল হোসেন রিপন তার ব্যক্তিগত ফেসবুকে ‘সোনাগাজীতে পেট্রল ঢেলে মাদরাসাছাত্রীর আত্মহত্যার চেষ্টা’ ভিডিও শিরোনামে একটি বিতর্কিত পোস্ট আপলোড করেন।

ঘটনার পর হতে মামলা তদন্তাধীন সময়, বিচার কার্য চলাকালে, মামলার বায় ঘোষণার আগে-পরেসহ গত বিগত বেশ কিছু দিন ধরে নুসরাতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা বিতর্কিত মতামত ফেসবুকে আপলোড করে যাচ্ছেন। তিনি কতিপয় স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীর দ্বারা প্রলুব্ধ হয়ে নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনদের নানা প্রলোভনে প্রলুব্ধ করে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াছ হোসেনকে দিয়ে তার ব্যবহৃত ইউটিউবে ভিডিও ক্লিপস (ট্রেইলর) আপলোড করেন। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং নুসরাতের পরিবারের সদস্যদের জন্য মানহানি ও অবমাননাকর।

ভিডিও ক্লিপ আপলোড করার পর আবুল হোসেন রিপনের প্ররোচনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির স্বজনরা মানববন্ধন করাসহ মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ নানা হুমকি দিচ্ছে। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সোনাগাজী থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে থানায় জিডি করেছেন।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নিতে ২০১৯ সালের ৬ এপ্রিল আগুন সন্ত্রাসের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান। 

এ ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই চার্জশিট দাখিল করে। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ফেনীর বিচারক মামুনুর রশিদ ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামি কারাগারে রয়েছেন। আসামিদের আপিলের পরিপ্রেক্ষিতে মামলাটি হাইকোর্টে আপিল শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।