ব্রেকিং:
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি জিয়ার গুম-খুন ও খালেদার অগ্নি সন্ত্রাসের বিচার দাবি দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ অক্টোবর থেকে এনআইডি সেবা আরও ৩ দেশে মাধ্যমিক শিক্ষা খাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে লাগেজ ভ্যান জ্বালানি তেল আমদানি ও বিপণন উন্মুক্ত হচ্ছে নারায়ণগঞ্জবাসী পাচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে: প্রধানমন্ত্রী তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি খুনি জিয়ার মরণোত্তর বিচার চায় ‘মায়ের কান্না’ মানবাধিকার রক্ষার নামে যেন রাজনৈতিক চাপ সৃষ্টি না হয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার চিরনিদ্রায় শায়িত হলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ত্রাণ বিতরণ চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনি : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় শোক দিবসে পুষ্পস্তবক অর্পণে ধস্তাধস্তি-ঠেলাঠেলি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে ধস্তাধস্তি আর ঠেলা ধাক্কার পরিবেশ। আলোচনা সভার স্থানেও বসার জায়গা নেই। এমন অব্যবস্থাপনায় সম্পন্ন হয় গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনে জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচি। এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি  হয় অংশগ্রহণকারীদের মাঝে।
প্রশাসনের অনুষ্ঠান সূচিতে সকাল সোয়া ৯টায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহরের কাচারীপুকুর পাড় এলাকায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনপূর্বক গার্ড অব অনার প্রদান করার কথা বলা হয়। কিন্তু সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। শত শত মানুষ ভিড় করেন শ্রদ্ধা নিবেদনে বঙ্গবন্ধু স্কয়ারে। 
আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ  প্রশাসনের কর্মকর্তারা সেখান থেকে চলে যাওয়ার পর শুরু হয় বিশৃঙ্খলা। কে কার আগে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এ নিয়ে ধস্তাধস্তি আর ঠেলা ধাক্কাধাক্কি শুরু হয়। কিন্তু শৃঙ্খলা মানানোর তৎপরতায় দেখা যায়নি কাউকে। এর আগে শহরের লোকনাথ ময়দান থেকে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত র‌্যালি হয়। র‌্যালি শেষে তাদের সবাই ঢুকে পড়েন বঙ্গবন্ধু স্কয়ারের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নানা সংগঠনের লোকজন ভিড় জমান সেখানে শ্রদ্ধা নিবেদনে। সব মিলিয়ে ঠাসাঠাসি ভিড় সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ধস্তাধস্তি, ঠেলাঠেলি করে প্রতিকৃতির কাছে পৌঁছতে পারলেও পুষ্পস্তবক রেখে ঠিকভাবে শ্রদ্ধা নিবেদনের সুযোগ মিলছিল না কারও। শ্রদ্ধা নিবেদনে আসা নারীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। শ্রদ্ধা নিবেদনে আসা জহির নামে একটি পেশাজীবী সংগঠনের নেতা জানান, খুব বাজে পরিবেশ। কোনো শৃঙ্খলা নেই। যুব মহিলা লীগের নেত্রী পারভীন জানান, ধাক্কাধাক্কি করেই ফুল দিতে হয়েছে তাদের। ঘোষণামঞ্চে দায়িত্বরত একজন জানান, প্রতিকৃতিতে রাখা ফুল গুছিয়ে রাখার জন্য স্বেচ্ছাসেবী রয়েছে। কিন্তু তাদেরকেও দেখছি না। তবে জেলা প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সেখানে স্কাউট সদস্যদের শৃঙ্খলা দেখার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন পরবর্তী কর্মসূচির বিশেষ আলোচনা সভাতে গিয়েও বসার জায়গা পাননি অনেকে। জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে দেড়শ’ লোকের বসার ব্যবস্থা রয়েছে। বসতে না পেরে ফিরে যান অনেকে।