ব্রেকিং:
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই অবশেষে ন্যাটোর সদস্যপদ পেলো সুইডেন বাজারে নেই নতুন দামের সয়াবিন তেল, দাম বেড়েছে সবকিছুর ভারতে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ চলছে কর্মযজ্ঞ, অক্টোবরে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি গার্ডেন থিয়েটার কুমিল্লার একক নাট্য প্রদর্শনী
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

চালু হতে না হতেই রোগীদের দখলে দুই হাসপাতালের ১৪ আইসিইউ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শয্যা ছিল ১২টি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে যুক্ত করা হয় আরো ১২ শয্যা। আর যুক্ত করার সঙ্গে সঙ্গেই ভর্তি হন ছয় রোগী। পরবর্তীতে বাকি ছয় শয্যাও পূর্ণ হয়ে যায় রোগীতে।

অপরদিকে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও ছিল না আইসিইউ শয্যা। বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সকালে দুটি আইসিইউ শয্যা চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর চালুর ঘণ্টাখানেকের মধ্যেই সেই দুটিও ভর্তি হন রোগী। অর্থ্যাৎ দুই হাসপাতালে নতুন যুক্ত হওয়া ১৪ শয্যাই চলে গেছে রোগীদের দখলে।

জানতে চাইলে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম বলেন, রোগীদের হাহাকার দেখে খুব অল্প সময়ের মধ্যে ১২টি আইসিইউ শয্যা বাড়ানো হয়। আর এ বাড়ানোর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ যোগাযোগ করতে শুরু করে। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সবগুলো শয্যাই রোগীতে পূর্ণ হয়ে যায়।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান বলেন, আমাদের হাসপাতালে আগে আইসিইউ শয্যা ছিল না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুটি আইসিইউ শয্যা যুক্ত করা হয়। আর যুক্ত করার কিছুক্ষণের মধ্যেই দুটিতে রোগী ভর্তি হয়। আরো দুটি বাড়ানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউ শয্যা তো নেই। করোনা রোগীর চিকিৎসায় খালি নেই সরকারি-বেসরকারি হাসপাতালের সাধারণ শয্যাগুলোও। অনেকে একটি শয্যার জন্য ঘুরে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। এমন সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগসহ হাসপতাল সংশ্লিষ্টরা।

এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরো একটি করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এর পাশাপাশি চলছে এইচডিইউ (হাই ডিপেন্ডেনসি ইউনিট) স্থাপনের কাজ। যা শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, রোগীর চাপ বাড়ায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রেখে ১৮ শয্যার আরো একটি করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া আট শয্যার এইচডিইউ বসানোর কাজ চলছে। যা আগামী সপ্তাহে চালু করা হতে পারে।

স্বাস্থ্য বিভাগ বলছে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে চট্টগ্রামের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা শেষে এক হাজার ৪৬৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১৭ হন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫৮ জন।