ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

আগের তিনবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হেসে খেলেই উতরে গিয়েছিল বাংলাদেশ। ফলে এবারের বিশ্বকাপও বাংলাদেশ নিশ্চিত করবে, প্রত্যাশা ছিল এমনটাই। বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে সে প্রত্যাশাটাই পূরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১১৩ রান। মাঝারি লক্ষ্যকে তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড নারী দল। ১১ রানের এই জয়ের ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।

থাইল্যান্ড এদিন ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরপর একাই মাঠে বুক চিতিয়ে লড়াই করেন আরেক ওপেনার নাট্টাকান চানথাম। শেষ পর্যন্ত এ ব্যাটার আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ৬৪ রানের ইনিংস। এছাড়া শেষ দিকে সরনারাইন টিপচ ১০ রান করে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন থাইল্যান্ডের। টাইগ্রেসদের হয়ে সালমা খাতুন ৩ উইকেট নেন, এছাড়া সানজিদা আক্তার মেঘলা শিকার করেন ২ উইকেট।

এর আগে দিনের প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার শামীমা সুলতানা ১৭ বল খেলে করেন ১১ রান। এছাড়া আরেক ওপেনার মুর্শিদা করেন ৩৫ বলে ২৬ রান। অধিনায়ক জ্যােতিও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, করেন ১৭ রান। একসময় স্কোরবোর্ড ১০০ রান যোগ করাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য।

মিডল অর্ডার ব্যাটার রোমানা আহমেদ ২৪ বলে ২৮ রানের ইনিংসে বাংলাদেশের রানরেট টেনে তোলার চেষ্টা করেন। সঙ্গে শেষদিকে ব্যাটার রিতু মনির ছোট ক্যামিওর (১০ বলে ১৭ রান) উপর ভর করে টাইগ্রেসদের স্কোরবোর্ড রান দাঁড়ায় ১১৩। সে পুঁজি সামলে দারুণভাবেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।