ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

টিভির স্ক্রিনে জিভ লাগালেই খাবারের স্বাদ মিলবে, দাম ৭৫ হাজার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

প্রথম টেলিভিশন তৈরি হয়েছিল ১৯২০ সালের শেষের দিকে। তবে শুরুর দিকে তা ছিল কেবল পরীক্ষামূলক স্তরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘরে ঘরে সাদা-কালো টিভি স্থান পায়। এরপর থেকে এতদিন পর্যন্ত টেলিভিশনে শুধুমাত্র দর্শন ও শ্রবণ, এই দুই ইন্দ্রিয় দিয়েই উপভোগ করা যেত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবার আরেকটি ইন্দ্রিয়কেও এবার স্পর্শ করতে চলেছে টেলিভিশন। সম্প্রতি এমনই একটি টিভি আবিষ্কার করেছে জাপান।

একবার ভাবুন তো আপনি বসে আছেন আপনার বাড়ির বসার ঘরে। টিভি দেখছেন। হঠাৎ টিভি স্ক্রিনে ভেসে উঠল বিশ্বখ্যাত ইতালিয়ান আইসক্রিম জেলাটো। সেই আইসক্রিম খেতে ইচ্ছে করলেও চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না আপনার। তবে যদি ঘরে বসেই সেই আইসক্রিমের স্বাদ নিতে পারেন তাহলে কেমন হয়? কি বুঝতে পারছেন না? তাহলে শুনুন।  

এবার বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে টিভি স্ক্রিনে জিভ দিয়ে খাবারের স্বাদ নিতে পারবেন দর্শকরা। জাপানের এক অধ্যাপক তৈরি করেছেন প্রোটোটাইপ এই চেখে দেখার উপযোগী ‘টেলি-টেস্ট’ টিভি।

 

এর নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি (টিটিটিভি)

এর নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি (টিটিটিভি)

এই টিভির নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি বা সংক্ষেপে টিটিটিভি। এতে ব্যবহার করা হয়েছে ১০টি ভিন্ন স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোজেল। এই ক্যারোজেল নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি করে তা ছড়িয়ে দিতে পারে। এরপর স্বাদের নমুনাটি একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনে হাইজেনিক ফ্লিমে জমা হয়। দর্শক স্ক্রিনে মুখ লাগিয়ে বিশেষ ঐ স্বাদ গ্রহণ করতে পারেন।

এ ব্যাপারে টিটিটিভির উদ্ভাবক জাপানের মেইজি ইউনিভার্সিটির অধ্যাপক হোমেই মিয়াশিতা বলেছেন, 'করোনা মহামারিতে বর্তমান বিশ্ব বিপর্যস্ত। এ সময় এ ধরনের প্রযুক্তি পণ্য বহির্বিশ্বের সঙ্গে মানুষের যোগাযোগকে আরও বাড়াতে সহায়তা করবে।'

নিজের ঘরে বসেই দর্শকদের বিশ্বের যেকোনো স্থানের রেস্টুরেন্টের খাবার খাওয়ার অভিজ্ঞতা দেওয়াই ছিল এই টিভি তৈরির অন্যতম প্রধান লক্ষ্য। অধ্যাপক মিয়াশিতা তার ৩০ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে গত এক বছরের চেষ্টায় এই টিভি বানাতে সক্ষম হয়েছেন। এর বাজার মূল্য ধরা হয়েছে ৮২৭ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৭৫ হাজার টাকার বেশি।