ব্রেকিং:
সৌদি আরবে বাস উল্টে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রায়পুরে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফেনীতে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো চুক্তিভিত্তিক চাষাবাদে বাংলাদেশিদের জমি দিতে রাজি মৌরিতানিয়া তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি জুনেই ট্রেন চলবে পদ্মায় ২৪ দিনে রেমিট্যান্স ১৬০ কোটি ডলার অগণতান্ত্রিক দল কীভাবে গণতন্ত্র দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে বাইডেনের শুভেচ্ছা ৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা ভারতের পররাষ্ট্র নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ —এস জয়শংকর ট্রাউজারের সিংহভাগই সরবরাহ করছে বাংলাদেশ প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ হয়ে আগরতলা থেকে ট্রেন যাবে কলকাতায় অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ অর্জন বাংলাদেশের দ্রুতই আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

সাহাবিরা যেভাবে কোরআন হেফজ করতেন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

একজন হাফেজ পুরো কোরআন নিজের বুকে ধারণ করেন। নিখুঁত-নির্ভুলভাবে তা সংরক্ষণের চেষ্টা করেন। কোরআন যেন ভুলে না যান তাই সবসময় তেলাওয়াত করেন। হাদিসে সবসময় কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তায়ালার পরিজন বলা হয়েছে।

হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।’ -(ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

 

কোরআন হিফজ করা একটি বিশেষ মর্যাদাকর বিষয়। এই ঐশী বাণী হিফজ করার ধারাবাহিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলমান। বিশিষ্ট সাহাবি  হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)- এর তেলাওয়াত শুনে অশ্রুসিক্ত হতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (সহিহ বুখারি, হাদিস : ৪৭৬৩)

সাহাবায়ে কেরাম কোরআন হিফজের ক্ষেত্রে মমার্থ ও প্রত্যেক আয়াতে আল্লাহ তায়ালা যে আদেশ-নিষেধ, বিধি-বিধান দিয়েছেন তার বিশেষ গুরুত্ব দিতেন।

কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার খ্যাত হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ‘আমাদের মধ্যে কেউ যখন দশ আয়াত শিখতো, সে এর অর্থ ও আমল না জেনে অগ্রসর হতো না অর্থাৎ নতুন আয়াত পড়তো না।’ –(ইবনে জারীর তাবারী, জামিউল-বায়ান ফী তাওয়ীলিল কুরআন ১/৮০)

হজরত আবু আবদির রহমান আস-সুলামী রহ. বলেন, ‘আমাদেরকে যারা কুরআন পড়িয়েছেন যেমন উসমান ইবনে আফফান রা., আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. ও অন্যরা তারা আমাদের বলেছেন, তারা যখন নবীজি সা.-এর কাছে কোরআন পড়তেন, তারা দশ আয়াত পড়ার পরে এর ইলম ও আমল না জেনে সামনে অগ্রসর হতেন না। এ কারণে এক সূরা হিফজ করতেই তাদের দীর্ঘ দিন লেগে যেতো।’

হজরত ইমাম আহমদ রহ. তার মুসনাদে বর্ণনা করেছেন, আনাস রা. বলেন, ‘আমাদের মধ্যে কেউ যখন সূরা বাকারা ও আলে ইমরান পড়ে ফেলতো, আমাদের চোখে তার সম্মান অনেক বেড়ে যেতো।’

হজরত ইমাম মালেক রহ. তার মুআত্তায় বর্ণনা করেছেন, ‘আব্দুল্লাহ ইবনে ওমর রা.-এর সূরা বাকারা হিফজ করতে আট বছর সময় লেগেছিলো।’ কারণ আল্লাহ বলেছেন, ‘এই কল্যাণময় কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এটার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ।’ -(সূরা সোয়াদ, আয়াত: ২৯)

আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘তবে কি এরা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না এদের অন্তর তালাবদ্ধ?’ -(সূরা মুহাম্মাদ, আয়াত: ২৪)

ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহ. বলেন, ‘আল্লাহর কালাম না বুঝে তা নিয়ে চিন্তা ভাবনা করা সম্ভব নয়। মানুষের কাছে চিকিৎসা বা হিসাববিদ্যার কোনো বই না বুঝে পড়া অস্বাভাবিক মনে হয়। তাহলে তারা কীভাবে আল্লাহর কালাম না বুঝে পড়ে, যে কিতাব তার দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য ও ‍মুক্তির পথ!’ -(আল ইতকান ফী উলূমিল কুরআন ৪/২০২)