ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে চান্দিনা-বাগুর বাস স্টেশন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যেসব এলাকায় যানজট নিত্যসঙ্গী তারমধ্যে অন্যতম চান্দিনা-বাগুর বাস স্টেশন। প্রতিদিনই ওই স্টেশন এলাকায় যানজট কখনও কখনও দীর্ঘ হয়ে উভয় পাশে ২-৩ কিলোমিটার এলাকার বিস্তার করে। ঈদ মৌসুমে অতিরিক্ত যানবাহনের চাপে ওই স্টেশন এলাকাটি হতে পারে দূর্ভোগের অন্যতম কারণ।


মহাসড়কের চান্দিনা-বাগুর স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, স্টেশন এলাকায় থাকা ফুটওভার ব্রীজ ব্যবহার না করে অধিকাংশ পথচারীরা দলবদ্ধ ভাবে মহাসড়ক পারাপার, মহাসড়কের দুই পাশে অবৈধ দোকান-পাট গড়ে উঠা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং না করা, মহাসড়কের মাঝেই বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো, স্টেশন এলাকায় অবৈধ মারুতি স্টেশন গড়ে উঠা সহ নানা কারণে যানজট কমাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বাস যাত্রী এ.এম মতিউর রহমান জানান, আমি ব্যবসায়ীক কাজে সপ্তাহে ২/৩দিন ঢাকা যাই। কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যানজটের তিনটি নির্ধারিত স্থান। এর মধ্যে নিমসারের কাঁচা বাজার, চান্দিনা-বাগুর বাস স্টেশন এবং মদনপুর চৌমুহনী। প্রায় ৯৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে অন্য কোথাও যানজট না থাকলেও এই তিনটি স্থানে যানজট অবধারিত। এছাড়াও মহাসড়কের চান্দিনার মাধাইয়া ও দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশন এলাকাগুলোতে প্রায়ই যানজট সৃষ্টি হয়। ওই যানজট নিরসনে কার্যত কোন ভূমিকা নেই প্রশাসনের।


বাস চালক বিল্লাল হোসেন জানান, যেখানে আমাদের গাড়ি থামানোর কথা সেখানে রিক্সা, মারুতি স্টেশন। মহাসড়কের পাশে অবৈধ দোকান-পাট বসার পর তার সামনে মারুতি গাড়ির এলোপাথারী সারি। আমরা বাধ্য হয়েই মহাসড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠাই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনি দেখেন তো, মারুতি গুলো কয়েকটি সারি হয়ে মহাসড়কের অর্ধেক দখল করে আছে’। এমন পরিস্থিতি চলতে থাকলে যানজট কিছুতেই কমবে না।


নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, মহাসড়কের পাশে থাকা দোকানগুলো থেকে প্রতিদিন চাঁদা আদায় ও অবৈধ মারুতি থেকে প্রতিদিন চাঁদাবাজি বন্ধ করা না হলে স্টেশনের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা মোটেও সম্ভব হবে না। এছাড়া হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে টহল না দিয়ে স্থায়ী ভাবে এই ষ্টেশনে একটি টিম কাজ করলেই যানজট নিরসন সম্ভব।


এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ওবায়েদুল হক জানান, ঈদকে সামনে রেখে আমরা অতিরিক্ত পুলিশ ও পাবলিক ডিফেন্স পার্টি নিয়োজিত করেছি। আশাকরি ঈদে চান্দিনা ও ইলিয়টগঞ্জ বাজার এলাকার কোথাও যানজট থাকবে না।