ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কেন্দ্র প্রধানের বিরুদ্ধে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ মে ২০২৩  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে উচ্চতর গণিত বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে কেন্দ্র প্রধানের বিরুদ্ধে।

রোববার (২১ মে) চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রধান ছিলেন মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রশিদ তারেক।

 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উচ্চতর গণিত বিষয়ে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে একজন ও গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২২ জন পরীক্ষার্থীর জন্য এক প্যাকেটে ১৬০টি প্রশ্ন আসে। এর মধ্যে পরীক্ষার জন্য ১২৩টি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। কিন্তু পরীক্ষার সময় প্যাকেট খুলে ২টি প্রশ্নপত্র কম পাওয়া যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতকে অবহিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, এরকম একটি অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়ে তদন্ত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তে তিনি কি পেয়েছেন সেটি জানাননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, উচ্চতর গণিত বিষয়ের ২টি প্রশ্নপত্র গায়েব দেখা যাচ্ছে। এটি কি কারণে ঘটলো রহস্য বের করতে তদন্ত চলছে। এতে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে।

কেন্দ্র প্রধান মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রশিদ তারেক প্রশ্নপত্র গায়েবের বিষয়টি অস্বীকার করে জানান, এ ধরনের তথ্য আমার জানা নেই। প্রশ্নপত্র নিয়ে ইউএনও সাহেব কি পেয়েছেন সেটি তিনিই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ভাই সিরাজুল ইসলাম স্বপনকে বারবার খোঁজ করেও পাওয়া যায়নি।

তবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, পরীক্ষার প্রশ্নে কোনো আপস নেই। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কঠোরভাবে দেখার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।