ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

নকল সরবরাহ করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড, ৩ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ মে ২০২৩  

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নকল সরবরাহের দায়ে কাউসার আলম (২২) নামের এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। 

রোববার উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া।

দণ্ডিত কাউসার আলম সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পাদিপাড়া গ্রামের মোমিন উল্যাহর ছেলে। সে খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী কাউসার আলম এক শিক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন। পরবর্তীতে কাউসার আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও দায়িত্বে অবহেলা করায় দায়িত্বরত ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় কাউসারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় দায়িত্বে অবহেলা করায় ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। 

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নকলমুক্ত পরীক্ষার জন্য আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। কোথাও অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে।