ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শিশু দিবসে স্কুলে তালা দিয়ে উধাও শিক্ষকরা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নোয়াখালীর কবিরহাটের একটি বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান না করে তালা দিয়ে লাপাত্তা ছিলেন শিক্ষকরা।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আবদুর রহমান নামে এক অভিভাবক জাগো নিউজকে বলেন, পাশের বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান হলেও মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে শিক্ষকরা উধাও হয়ে যান। বারবার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি।

এদিকে শনিবার (১৮ মার্চ) দুপুরে ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, শিশু দিবসে অনেক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিদ্যালয়ে গিয়েও তালা দেখে বাড়ি ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মকবুল হোসেন বলেন, প্রধান শিক্ষক সরকারি নিয়মের তোয়াক্কা না করে উনার নিজের মর্জিমতো চলেন। এছাড়া এ বিদ্যালয়ে সরকারি অন্যান্য দিবসও পালন করা হয় না।

অভিযোগের সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপরা রাণী ভৌমিক বলেন, বিষয়টি চরমভাবে ভুল হয়েছে। আমি এর আগের দুইদিন ছুটিতে থাকায় অন্য শিক্ষকদের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তারা দায়িত্ব পালন না করে সবাই অবহেলা করেছেন। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন না করা অত্যন্ত দুঃখজনক। কেন পালিত হয়নি সেটাও কমিটিকে অবহিত করেননি প্রধান শিক্ষক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, সরকারি নির্দেশনা পালন করা প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য। এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। ওই বিদ্যালয়ে কেন এমন হলো খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।