ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের সবার ফলাফল স্থগিত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বিদ্যালয়ের ৪৩ জনের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল স্থগিত থাকায় বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও বিষয়টি আগে থেকেই জানতো স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। দু-এক মাসের মধ্যে স্থগিতকৃতদের ফলাফল প্রকাশিত হবে।

উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৩ জন শিক্ষার্থী সে বছর বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়েছে। এ কারণে বোর্ড থেকে এবছর একই বিদ্যালয়ের এসএসসি সাধারণ শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হলেও ভোকেশনাল শাখার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়। এ বিষয়টি এর আগেও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অবগত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় এসএসসি ফলাফল ঘোষণার পর ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা তাদের ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজায় ও ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশও ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থগিত ফলাফল প্রকাশের আশ্বাস দেওয়ার পর বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এসএসসি ভোকেশনাল শাখা চালু হয়েছিল ২০২০ সালে। ওই বছরই প্রথম ব্যাচের নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ বিষয়ের অ্যাসাইনমেন্টের মধ্যে ১৩ বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। বাকি এক বিষয়ের নম্বর না পাঠানোর কারণে বোর্ড থেকে ফলাফল স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার আজও পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা হয়েছে। এক-দুই মাসের মধ্যে এদের সমস্যার সমাধান হবে আশা করছি। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে কোন সমস্যা হবে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে এর আগেও একাধিকবার জানানো হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়েছে, তবু শিক্ষার্থীরা অন্যদের ফলাফল প্রকাশিত হতে দেখে মন খারাপ করে বিদ্যালয়ে তালা দিয়েছে। বিকেল পাঁচটার দিকে তালা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।