ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

কোম্পানীগঞ্জের বসুরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর বহমানের শোক সভায় যাওয়ার পথে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বেলা ১১টায় উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগের নেতৃত্বে ১নং ওয়ার্ড হাজারী বাসা এলাকা থেকে একটি মিছিল নিয়ে বসুরহাট কলেজ রোডে উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনের বাসার সামনে আসে। অপরদিকে চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার অনুসারীরা ৩নং ওয়ার্ড শান্তিরহাট এলাকা থেকে মিছিল নিয়ে কলেজ গেটে আসলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়। 
এ ব্যাপারে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ জানান, আমরা ১নং ওয়ার্ড থেকে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌর মিলনায়তনে শোক সভায় আসছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন মিয়ার বাসার সামনে পৌঁছলে আমাদের ওপরে ইউনিয়ন যুবলীগের সভাপতি রুম্মন চৌধুরী, চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজু, সোহান ও শিপনের নেতৃত্বে হাতুড়ি, লোহার শিকল ও রড দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় আলাউদ্দিন, আবদুল মান্নান, এফরান হোসেন ও রুবেলসহ ১০ জন আহত হয়। আহতদেরকে কোম্পানীগঞ্জ সিটি হাসপাতালসহ অন্য ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার অনুসারী চরহাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি রুম্মন চৌধুরী হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। আমি উভয় পক্ষকে দু’দিকে সরিয়ে দিয়ে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত শোক সভায় চলে যাই।

এরপর কী হয়েছে আমার জানা নাই। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এদিকে এ ঘটনার জের ধরে বিকাল ৪টায় চরহাজারী ইউনিয়ন যুবলীগ নেতা ঝন্টু হাজারীকে কুপিয়ে গুরুতর আহত করে সাবেক চেয়ারম্যান নুরুল হুদার অনুসারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। 
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, আওয়ামী লীগের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।