ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে শিশু তাসপিয়া হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে তাসপিয়া হত্যা মামলাটি গোয়েন্দা সংস্থা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর মামলাটি বেগমগঞ্জ থানা থেকে ডিবি পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ দিকে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। 

এ সময় পুলিশ সুপার নিহত তাসপিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অপরাধীরা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হবে। তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. রাজিবুল হাসান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিসহ অনেকে। 

পুলিশ সুপারকে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তাসপিয়ার বাবা মাওলানা আবদুর জাহের। হত্যার ৬ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে যুক্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি কান্নাজড়িত কণ্ঠে পুলিশ সুপারকে বলেন, ‘আমরা শুধু আসামিদের শাস্তি দাবি করেছি, আমার কলিজার টুকরা জান্নাতকে যারা নির্মমভাবে মেরেছে তাদের বিচার চাই, ফাঁসি চাই।’

এর আগে দুপুর ১টার দিকে হাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং কর্তৃক আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, শিশু তাসপিয়া নিষ্পাপ শিশু, তাকে যারা হত্যা করেছে তাদের অন্তরের ভেতর মানুষ রূপে পশু বসবাস করছে। তবে কোনো অপরাধ এবং অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। তাসপিয়াকে যারা গুলি করে হত্যা করেছে তারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর নখদর্পণে আছে। অতিদ্রুতই তারা আইনের আওতায় আসবে। 

ওই সভায় তিনি পুলিশের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, বেগমগঞ্জ উপজেলা অনেক বড়। বিপুল পরিমাণ জনসংখ্যার এ উপজেলায় পুলিশ সদস্য আছে ৪০ থেকে ৫০ জন। তাদের পক্ষে এতবড় উপজেলা সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। তবুও প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে সৎ হওয়ার নির্দেশ দেন তিনি। 

জানতে চাইলে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তাসপিয়া ও তার বাবা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তাসপিয়া। এ ঘটনার পর দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নিহতের খালু হুমায়ুন কবির বাদী হয়ে অস্ত্রধারী রিমন, বাদশাসহ ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।