ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

হাতিয়ায় জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ ও জোয়ারে পানিতে বেড়িবাঁধের বাইরের ১১ ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়। হাতিয়া দ্বীপের চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার সুখচর, নলচিরা, চরঈশ্বর, চর কিং, হরনী, চানন্দী, নিঝুমদ্বীপ, জাহাজমারা, বুড়ির চর, সোনাদিয়া ও তমরদ্দি ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে আসছে যা আজ রবিবারও একই দৃশ্য দেখা গেছে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দিনাজ উদ্দিন জানান, নিঝুমদ্বীপ ইউনিয়নে বেড়িবাঁধ নেই তাই গত দুই দিন দুপুরে এখানে জোয়ারের পানি উঠেছে। এতে মানুষের তেমন ক্ষতি হয়নি। জোয়ারের ২ ঘণ্টা পরে আবার পানি নেমে গেছে। এখন স্বাভাবিক আছে।

হরনি ইউনিয়নের চতলা খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, চতলা খাল এলাকায় ঠিকাদার বেড়িবাঁধ না করায় জোয়ারের পানি ঢুকে ছয় কিলোমিটার ভেতরে পানি প্রবেশ করে। ফলে ইসলামাবাদ, দক্ষিণ ইসলামপুর, মুফতি সমাজ, রহমতপুর, আহমদপুর, আলামিন গ্রাম, ফরাজী গ্রাম, শরীয়তপুর, গোবিন্দপুরসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ হকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম বলেন, জোয়ারের কারণে বেড়িবাঁধের বাইরে দুপুরে পানি ওঠে আবার নেমে গেছে। আজ রাতেও আবার জোয়ার হতে পারে। যেহেতু বেড়িবাঁধের বাইরে প্লাবিত হয়েছে সেহেতু তেমন ক্ষতি হয়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, আমরা সব ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি। যেহেতু জোয়ারে বেড়িবাঁধের বাইরে প্লাবিত হয়েছে তাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও আমরা খোঁজ রাখছি। কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।