ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

করোনা টিকা না নেয়ায় হার্টের অস্ত্রোপচারে অস্বীকৃতি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

করোনাভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ টিকা না নেয়া গুরুতর অসুস্থ এক ব্যক্তির হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারে অস্বীকৃতি জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ফিরিয়েও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে হার্টের জটিল সমস্যায় ভুগছেন ৩১ বছর বয়সী মার্কিন নাগরিক ডি জে ফার্গুসন। তাই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনের (হার্ট ট্রান্সপ্ল্যান্ট) জন্য তিনি বোস্টনের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালে যান। চিকিৎসার শুরুর সময়ে চিকিৎসকেরা যখন জানতে পারেন ডি জে ফার্গুসন করোনার টিকা নেননি। তখন তাঁরা অস্ত্রোপচারে অস্বীকৃতি জানান। চিকিৎসকদের কাছে রোগীর শারীরিক অবস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে করোনা টিকা না নেওয়ার বিষয়টি।

করোনার দুই বছর পেরিয়েছে। ফার্গুসন এখনো টিকা নেননি। তিনি করোনার টিকায় বিশ্বাস করেন না। ফার্গুসনের এমন যুক্তিতে অবাক চিকিৎসকেরা। তাই তাকে বিনা চিকিৎসায় ফিরতে হয়েছে হাসপাতাল থেকে।

ফার্গুসনের বাবা সাংবাদিকেদের বলেন, ‘তার ছেলে করোনার টিকা নেয়নি। ফার্গুসনের করোনার টিকায় বিশ্বাস নেই। সে বলে এটি তার মৌলিক নীতির বিরুদ্ধে।’

অন্যদিকে বোস্টনের ব্রিগহাম অ্যান্ড উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তারা তাদের নিয়ম ও নীতি মেনেই কাজ করেছে। করোনা টিকা না নিলে চিকিৎসাসেবা পাওয়া যাবে না।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা টিকা রোগীর নিজের জন্যই ভালো। টিকা নেওয়া থাকলে হার্ট ট্রান্সপ্ল্যান্টে সফল হওয়ার সুযোগও বেশি থাকে। এ ছাড়া চাহিদার তুলনায় প্রতিস্থাপনযোগ্য অঙ্গের সংকট রয়েছে। তাই তারা কোনো ঝুঁকি নিতে চাননি। কারণ অঙ্গের সংকট এতটাই যে ঝুঁকি নিয়ে কোনো অঙ্গ নষ্ট করতে চায় না হাসপাতাল।

হাসপাতালের মুখপাত্র বলেছেন, হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করতে চাওয়া রোগীদের সফল অস্ত্রোপচারের জন্য করোনা টিকা এবং তাদের দৈনন্দিন জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় অঙ্গ প্রতিস্থাপনের পর রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। 

অঙ্গ প্রতিস্থাপনের জন্য এক লাখ রোগী হাসপাতালের অপেক্ষমাণ তালিকায় আছেন। তবে প্রয়োজনীয় অঙ্গের সংকটের কারণে অপেক্ষমাণ তালিকায় থাকা রোগীদের বেশির ভাগই আগামী পাঁচ বছরের মধ্যে হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করাতে সক্ষম হবেন না।