ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় আড়াই লাখ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

ভারতে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জনসহ দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজ্যগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সর্বোচ্চ ৪৬ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছেন, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। তাদের মধ্যে ৮৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে।

দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ২৯ শতাংশ বেশি। রাজ্যটিতে সংক্রমণের হার ২৬ শতাংশে পৌঁছেছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

কেরালায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪২ জন, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩ জন।

করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার কথা রয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৫৪ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৪৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে করোনার সংক্রমণ রোধে দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই কড়াকড়ি চালু হয়েছে। প্রায় সব বড় শহরেই রাতের কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে, কড়াকড়ি আগের মতোই বহাল থাকবে। পুনেতে আবার করোনা শিবির খোলা হয়েছে।

দিল্লিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। সপ্তাহান্তের কারফিউ বহাল আছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা না কমা পর্যন্ত কড়াকড়ি বহাল থাকবে। দিল্লির রাস্তায় গাড়ির পরিমাণ কম। মানুষজনও কম বেরোচ্ছেন। রাস্তায় হোম ডেলিভারির সঙ্গে যুক্তদেরই বেশি দেখা যাচ্ছে। দিল্লিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, রেস্তোরাঁতে হোম ডেলিভারি ছাড়া বসে খাওয়া বন্ধ, বন্ধ করে দেয়া হয়েছে স্পা, সুইমিং পুল, জিম। বিয়েতে ২০ জনের বেশি আমন্ত্রিত থাকতে পারবেন না।