ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কলম্বিয়ায় মার্কিন দূতাবাসে ‘হাভানা সিনড্রোমের’ হানা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

এবার ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়ও দেখা দিয়েছে রহস্যজনক ‘হাভানা সিনড্রোম’। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের বেশ কয়েকজন কর্মী সম্প্রতি এই রহস্যজনক অসুস্থতায় ভুগেছেন। এ ঘটনার পর সম্ভাব্য এর তদন্ত করে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কলম্বিয়ার রাজধানী বোগোটায় মধ্য সেপ্টেম্বরের পর সেখানকার মার্কিন দূতাবাসের কর্মীরা রহস্যজনক কারণে অসুস্থ হয়ে পড়েন। তাদের কানে যন্ত্রণাদায়ক তীব্র শব্দ, অতিশয় ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিতে সফরে যাওয়ার আগে এ ঘটনা ঘটল।

২০১৬ সালে প্রথম কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের কর্মীদের মধ্যে এসব লক্ষণ দেখা দেয়। মাথা ঘোরা, ভারসাম্যহীনতা, কানে কম শোনা, স্মৃতি হারানো ও দুশ্চিন্তার মতো লক্ষণের কথা তখন বলা হয়েছিল। পরে এটা ‘হাভানা সিনড্রোম’ নামে পরিচিতি পায়। যদিও এ ধরনের রহস্যজনক অসুস্থতার কারণ অজানা। গুঞ্জন রয়েছে, প্রতিপক্ষকে শায়েস্তা করার অস্ত্র এটি।

চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম কলম্বিয়ার মার্কিন দূতাবাসে ‘হাভানা সিনড্রোম’ হানা দেওয়ার খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটি জানায়, কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ কিছু ই–মেইল পাঠিয়ে মধ্য সেপ্টেম্বরের পর থেকে দূতাবাসের কর্মীদের ‘অজানা স্বাস্থ্যগত সমস্যা’ বা হাভানা সিনড্রোমে আক্রান্ত হওয়ার কথা জানান।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে নিউইয়র্ক টাইমসকে বলেন, তার দেশ ‘হাভানা সিনড্রোম’–সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখছে। তবে এ–সংক্রান্ত তদন্তে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে।

যেসব মার্কিনি এই রহস্যজনক অসুস্থতায় পড়েন, তাদের কানে তীব্র ও বেদনাদায়ক শব্দ হয়। এ পর্যন্ত প্রায় ২০০ মার্কিন কূটনীতিক ও কর্মী এ সমস্যার শিকার হয়েছেন। তাদের অনেকে মাসের পর মাস মাথা ঘোরা ও ক্লান্তিতে ভোগার কথা জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যারা রহস্যজনক এ অসুস্থতায় আক্রান্ত হন, তাদের অর্ধেকের বেশি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মী।

গত শুক্রবার জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র দূতাবাসেও ‘হাভানা সিনড্রোমে’ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এর কারণ ও এর পেছনে কারা দায়ী, তা খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ খবর এমন এক সময় এল, যার কয়েক ঘণ্টা আগে এ রকম ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কিন কর্মীদের ক্ষতিপূরণ দিতে একটি আইনে সই করেন বাইডেন।

বোগোটায় হাভানা সিনড্রোমের বিষয়টি মঙ্গলবার বিবিসির কাছে নিশ্চিত করতে অস্বীকৃতি জানালেও পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘“যেখানেই অজানা স্বাস্থ্যগত সমস্যার” খবর পাওয়া যাচ্ছে, আমরা সব কটিরই জোর তদন্ত চালাচ্ছি। এসব ঘটনার কারণ শনাক্ত এবং বিদেশি কেউ এতে জড়িত আছেন কি না, তা বের করতে কাজ চলছে।’