ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

তিউনিসিয়ায় আল-জাজিরার কার্যালয় বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়ে বিনা নোটিশে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় সংবাদকর্মীদের জোর করে বের করে দেয় তারা। একইসঙ্গে কার্যালয়ের সব সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়।

রোববার দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচি’র সরকারকে প্রেসিডেন্ট কায়েস সায়িদ বরখাস্তের পরপরই সোমবার আল-জাজিরার কার্যালয়ে ঝটিকা অভিযান চালানো হয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিসে অবস্থিত আল-জাজিরার কার্যালয়ে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ভারি অস্ত্র নিয়ে প্রবেশ করেন। তারা বিনা নোটিশে অভিযান চালিয়েছেন।

আল-জাজিরার ব্যুরো প্রধান লতিফা হাজ্জি বলেন, ‘আমাদের কার্যালয় উচ্ছেদ করতে তাদের কাছ থেকে কোনো প্রকার চিঠি পাইনি।’

তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দেশের বিচার বিভাগের নির্দেশনা পালন করছেন। নির্দেশনা অনুযায়ী সব সাংবাদিককে চলে যেতে বলা হয়েছে।

আল-জাজিরার অভিযোগ, সেখানে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র তাদের নিতে দেওয়া হয়নি। কর্মকর্তারা কার্যালয়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

করোনাভাইরাস মহামারি মোকাবিলা আর দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিক্ষোভের মুখে পড়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচির সরকার। এ সুযোগে গত রোববার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পার্লামেন্ট বিলুপ্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সায়িদ। সায়িদ জানিয়েছেন, নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীকে হঠাৎ করে ক্ষমতাচ্যুত করার কারণে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে তার সমর্থকরা পথে পথে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পরই দেশটিতে থাকা আল-জাজিরার কার্যালয়ে সশস্ত্র অভিযান চালিয়েছেন নিরাপত্তা সদস্যরা।