ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদাগাস্কারের প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা, ফরাসি নাগরিকসহ আটক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্টকে হত্যার চক্রান্তে জড়িত সন্দেহে ফ্রান্সের এক নাগরিকসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির জননিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, এ ঘটনার পর প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির জননিরাপত্তা মন্ত্রী রোডেলিস ফ্যানোমেজানসোয়া রানড্রিয়ানারিসন বলেছেন, ‘গ্রেফতারদের মধ্যে একজ ফরাসি, দুই জন মালাগাসি ও ফ্রান্সের দ্বৈত নাগরিক, বাকি তিন জন মালাগাসির।’

একইদিন মাদাগাস্কারের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, কয়েকমাস ধরে তদন্ত তদন্ত করার পর পুলিশ এই ছয় জনকে গ্রেফতার করেছে।

প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনার উপদেষ্টা প্যাট্রিক রাজোলিনা শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে দুই জন আগে ফ্রান্সের সামরিক বাহিনীতে কাজ করতেন।

প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‘প্রমাণ স্পষ্ট, নিশ্চিতভাবেই আমরা ঘটনাটিকে হালকাভাবে নেইনি,’ বলেছেন তিনি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি নাগরিকদের গ্রেপ্তারের কথা তাদের জানানো হয়েছে এবং তারা (গ্রেপ্তাররা) চাইলে কনস্যুলার সহায়তা পেতে পারে।

ফ্রান্সের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

মাদাগাস্কারের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার ইতিহাস আছে। অ্যান্ড্রি রোজেলিনা (৪৪) ২০১৯ সালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ও তারপরে সাংবিধানিক আদালতে প্রতিদ্বন্দ্বীর করা মামলায় জিতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

রোজেলিনা প্রথম ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মার্ক রাভালোমানানাকে সরিয়ে মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তিনি। ২০১৯ এর নির্বাচনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দেন রাভালোমানানা, কিন্তু হেরে যাওয়ার পর ভোট কারচুপির অভিযোগ আনেন তিনি। 

অতি দ্ররিদ্র সাবেক ফরাসি উপনিবেশটির জনসংখ্যা দুই কোটি ৬০ লাখ।