ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রামগতিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ জুন ২০২১  

লক্ষ্মীপুরের রামগতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দু’দফা হামলা-সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান, কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে উত্তেজিত নেতাকর্মীরা।

বুধবার (৯ জুন) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এসব ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাজার এলাকায় অস্থান করছে।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী মুজাহিদুল ইসলাম দিদার ও স্বতন্ত্র প্রার্থী শারাফত আলী ভূঁইয়া একে-অপরকে দোষারোপ করে পরষ্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাটে রাত ৮টার দিকে শারাফত আলীর (আনারস) একটি মিছিল থেকে আওয়ামী লীগ প্রার্থী দিদারের (নৌকা) বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এতে ক্ষুব্ধ দিদারের লোকজন তাদের ধাওয়া করে। খবর পেয়ে দু’পক্ষের নেতাকর্মীরা বাজারে আসতে শুরু করে। উত্তেজিত লোকজন দুই দফায় হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ সময় যুবলীগ নেতা আরাফাত সানীরসহ অন্তত পাঁচটি দোকান ও ৭-৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শারাফত আলী ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দলবল নিয়ে এসে লোকজনকে মারধর করে আমার নির্বাচনী অফিস ও কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। যারা আহত হয়েছে, ভয়ে আমি এখন তাদের খোঁজও নিতে পারছি না।’

অভিযোগ অস্বীকার করে মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ‘শারাফতের লোকজনের অতর্কিত হামলায় আমার অন্তত সাতজন আহত হয়। কে কোথায় আছে এখনো বলতে পারছি না। তারা আমাদের চারটি মোটরসাইকেল ভাঙচুর ও আরও দুটি মোটরসাইকেল নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘শারাফত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে শ্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। তারা আমাকে লক্ষ্য করে ফাঁকা গুলিও ছুড়েছে। আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের দোকানও তারা ভাঙচুর করেছে।’

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ২১ জুন চররমিজ ইউনিয়ন পরিষদের নির্বাচন। মুজাহিদুল ইসলাম দিদারের বিপক্ষে প্রবাস ফেরত শারাফত আলী ভূঁইয়া আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।